কারা পেলেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) ভারতের কলকাতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে সেরাদের।

ফিল্মফেয়ারের পঞ্চম বর্ষে কে কোন পুরস্কার পেলেন তা নিচে দেওয়া হলো-

পপুলার (জনপ্রিয়) ক্যাটাগরি:

সেরা সিনেমা- বল্লভপুরের রূপকথা, দোস্তজী;
সেরা নির্দেশক- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী);
সেরা মুখ্য অভিনেতা- মিঠুন চক্রবর্তী (প্রজাপতি);
সেরা মুখ্য অভিনেত্রী- স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতি);
সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)- শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা);
সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী)- মমতা শঙ্কর (প্রজাপতি);
সেরা গানের কথা (লিরিক্স)- অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা);
সেরা নেপথ্য গায়ক (প্লেব্যাক)- অরিজিৎ সিং (আজকে রাতে, বিসমিল্লাহ);
সেরা নেপথ্য গায়িকা (প্লেব্যাক)- কৌশিকী চক্রবর্তী (কেন রং দিলে মোহে, বিসমিল্লাহ)।

টেকনিক্যাল (কারিগরি) ক্যাটাগরি:

সেরা মৌলিক গল্প- কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন);
সেরা চিত্রনাট্য- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী);
সেরা সংলাপ- প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা);
সেরা সাউন্ড ডিজাইন- তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত);
সেরা প্রোডাকশন ডিজাইন- সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা);
সেরা সম্পাদনা (এডিটিং)- অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত);
সেরা আবহ (ব্যাকগ্রাউন্ড স্কোর)- বিক্রম ঘোষ (মহানন্দা);
সেরা সিনেমাটোগ্রাফি- ঈশান ঘোষ (ঝিল্লি), তুহিন বিশ্বাস (দোস্তজী);
সেরা কস্টিউম (পোশাক)- সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)।

Nagad

ক্রিটিক্স (সমালোচনা):

সেরা সিনেমা- আ হোলি কনস্পিরেসি (শৈবাল মিত্র), অভিযান: পরমব্রত চট্টোপাধ্যায়
সেরা মুখ্য অভিনেতা- যিশু সেনগুপ্ত (অভিযান);
সেরা মুখ্য অভিনেত্রী- গার্গী রায়চৌধুরী (মহানন্দা), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন);
ডেবিউট্যান্টস (নবাগত-নবাগতা);
সেরা অভিনেত্রী- পিয়ালি সামন্ত (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন), শ্রুতি দাস (এক্স ইক্যুয়ালস টু প্রেম);
সেরা অভিনেতা- অনিন্দ্য সেনগুপ্ত (এক্স ইক্যুয়ালস টু প্রেম);
সেরা পরিচালক- ঈশান ঘোষ (ঝিল্লি), কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন)।

সারাদিন/১১ মার্চ/এমবি