আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

ইলন মাস্ক এখন নিজের শহর বানাতে চান

নিজের শহর গড়ে তুলতে চান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইলন মাস্কের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান জমি অধিগ্রহণ করতে শুরু করেছে। গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীদের বসবাস ও কাজ করার সুবিধার্থেই নিজস্ব এ শহর গড়ে তুলতে চান ইলন মাস্ক।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত টেক্সাসের অস্টিন শহরে সাড়ে তিন হাজার একর জমি অধিগ্রহণ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। সেখানে যে শহরটি গড়ে তোলা হবে, তার নাম হতে পারে ‘স্নেইলব্রুক’। এ ছাড়া প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নানা ই-মেইল ও জমির মালিকদের সাক্ষাৎকারের তথ্যও দেওয়া হয়েছে।দীর্ঘদিন ধরেই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের তৈরি ক্যাম্পাসে কর্মীদের নিয়োগের জন্য অনেক সুযোগ-সুবিধার কথা বলে আসছে। অনেক সময় কর্মীদের বেশি সময় অফিসে রাখার জন্য উৎসাহিত করেছে। ইলন মাস্ক নিজস্ব শহর তৈরি করে এই প্রচেষ্টাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারেন।প্রতিবেদনে আরও বলা হয়, ইলন মাস্ক তাঁর বোরিং কোম্পানি, টেসলা ও স্পেসএক্সের কর্মীদের এ শহরে রাখতে পারবেন। কর্মীরা কম ভাড়ায় এ শহরে বাস করতে পারবেন। অস্টিনে ইলন মাস্কের তিনটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে। মাস্কের এই নতুন শহরে ১০০-এর বেশি বাড়ি, সুইমিংপুল, খেলাধুলার জায়গার মতো সুবিধা থাকবে। এ ছাড়া একটি শহরের প্রয়োজনীয় সব সুবিধাও থাকবে সেখানে। আর মাস্কের সব সংস্থার দপ্তরও থাকবে এই এলাকার কাছাকাছি। এর আগে ২০২০ সালে ইলন মাস্ক বলেছিলেন, তিনি তাঁর টেসলার কার্যালয় ও ব্যক্তিগত আবাসস্থল ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে নিয়ে যেতে চান। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব
অস্ত্র আমদানি বাড়িয়েছে ইউরোপ

রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইউরোপের দেশগুলো অস্ত্র আমদানি বাড়িয়েছে। আর গত বছর মস্কোর আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেন এখন বিশ্বের তৃতীয় শীর্ষ অস্ত্র আমদানিকারকে পরিণত হয়েছে। গবেষণা সংস্থা দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এই তথ্য জানিয়েছে। গত সোমবার প্রকাশিত এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশগুলো সাম্প্রতিক সময়ে বৈশ্বিক প্রবণতার বিপরীতে হেঁটেছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে তারা ভারী অস্ত্র আমদানি বাড়িয়েছে ৪৭ শতাংশ। যেখানে একই সময়সীমায় বিশ্বজুড়ে অস্ত্র আমদানি কমেছে ৫.১ শতাংশ। সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্র আমদানি বেড়েছে সবচেয়ে বেশি। উল্লিখিত বছরগুলোতে দেশগুলোর ভারী অস্ত্র আমদানি বেড়েছে ৬৫ শতাংশ। সূত্র: কালের কণ্ঠ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
বাখমুতের লড়াইয়ে উভয়পক্ষেই বহু সেনা হত্যার দাবি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃষ্টি এখন এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। আর সেটা পূর্বাঞ্চলের বাখমুত শহরের দখল ও রক্ষা। এ শহর নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইউক্রেনের দাবি, বিগত কয়েক দিনে ১ হাজার ১০০ জনের বেশি রুশ সেনা হত্যা করেছে তারা। আর মস্কো বলছে, গত ২৪ ঘণ্টায় বাখমুতে ২২০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। মূলত বাখমুত নগরীতে লড়াই জোরদার হওয়ার মধ্যে দুই পক্ষই একে অপরের প্রচুর ক্ষয়ক্ষতি করার খবর জানিয়েছে। গত কয়েক মাস ধরে বাখমুত দখলের জন্য হামলা চালিয়ে আসছে রাশিয়া। নগরীর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরোধ লড়াই করে যাচ্ছে ইউক্রেনও। বিশ্লেষকরা বলছেন, বাখমুত নগরীর কৌশলগত মূল্য কম। তবে রুশ কমান্ডারদের জন্য এখানে জয় পাওয়া গুরুত্বপূর্ণ। কারণ, এ নগরীতে নিয়ন্ত্রণে নিতে পারলে কয়েক মাসের মধ্যে এটি হবে রুশ বাহিনীর বড় বিজয়। বাখমুত নগরী দখলে চলে এলে গোটা দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার যে লক্ষ্য রাশিয়ার রয়েছে, তার কিছুটা কাছাকাছি চলে আসবে তারা। ইউক্রেনের কমান্ডাররা বলছেন, তাদের লক্ষ্য হচ্ছে রুশ বাহিনীকে দুর্বল করে ফেলা এবং আগামী কয়েক মাসে রাশিয়ার পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া ঠেকানো। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে চায় রাশিয়া

যুদ্ধের মধ্যে ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে রাশিয়া। তবে দেশটি এ চুক্তির মেয়াদ ৬০ দিনের জন্য বাড়াতে চায়। সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে নিজেদের মত জানায় মস্কো। তবে এবার ৬০ দিনের জন্য এ চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে মস্কো। এ বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি ইনিশিয়েটিভের মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুতি নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে। খবর এএফপিররাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে। সূত্র: সমকাল

মাত্র এক পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখা কিনল এইচবিসি

কোটি কোটি টাকার কারবার। তার হাতবদল হল মাত্র ১২৭ টাকায়! মাত্র ১ পাউন্ডের বিনিময়ে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিপি) ব্রিটেনের ব্যবসার অধিগ্রহণ করে নিল এইচএসবিসি। সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এই ঘোষণা করেছেন এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন। সাম্প্রতিক অতীতের অন্যতম বড় আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংক। এই অধিগ্রহণের পর এইচএসবিসির প্রধান নির্বাহী জানিয়েছেন, ব্রিটেনে ব্যবসা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে রোববার এসভিপি নিয়ে মার্কিন নিয়ন্ত্রকরা একটি বিবৃতি দেন। তাতে বলা হয়, আমানতকারীদের টাকা যাতে মার না যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার থেকে টাকা এনে, অথবা আমানত বিমার টাকা দিয়ে সবার প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ব্যাংক বিপর্যয়ে বিশৃঙ্খলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আর্থিক ভরসা সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হয়েছে। এরপর একই পরিণতি হয়েছে যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংকেরও। রয়টার্স জানিয়েছে, গত রবিবার নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করে এর নিয়ন্ত্রণ নেয় ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। ফলে এক যুগের ব্যবধানে তৃতীয় বড় পতন দেখল যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলে মনে করা হচ্ছে। এটি আন্তর্জাতিক পরিসরে সদা ব্যস্ত যুক্তরাষ্ট্র সরকারের জন্য বেশ বিপত্তিকর এক পরিস্থিতি। ব্যাংকিং খাতের এ অশনিসংকেতে তাই সরব হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দুই ব্যাংকের পতনের পেছনে ‘বিশৃঙ্খলা’র ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত রবিবার বাইডেন বলেন, ‘ব্যাংকিং খাতে বিশৃঙ্খলায় জড়িতদের শনাক্ত করে জবাবদিহিতা নিশ্চিত করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে আরও মজবুত তদারকি নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে কাজ করতে বলেছি।’ পাশাপাশি ব্যাংকিং খাতের সুরক্ষায় বাইডেন প্রশাসন ‘নাটকীয় পদক্ষেপ’ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটিকে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং খাত নিয়ে সবাইকে আশ্বস্ত করছেন প্রেসিডেন্ট বাইডেন। রবিবারে দেওয়া প্রেসিডেন্টের বিবৃতি অনুযায়ী, সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তাদের সঞ্চিত অর্থ ফিরে পান সে জন্য অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং জ্যেষ্ঠ অর্থ উপদেষ্টা লায়েল ব্রেইনার্ড তার নির্দেশক্রমে অর্থনৈতিক নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছেন। তার প্রশাসন আর্থিক ব্যবস্থাপনা রক্ষার জন্য একটি সমাধানে পৌঁছেছে জানিয়ে বাইডেন আরও বলেন, ‘আমি খুশি যে তারা এমন একটি সমাধানে পৌঁছেছেন যা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, করদাতা ও আর্থিক ব্যবস্থাপনাকে রক্ষা করবে।’ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিলিকন ভ্যালি ব্যাংকে আটকে যাওয়া সব অর্থ যেন গ্রাহকরা ফেরত পান সে জন্য গত রবিবারই পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন। কারণ, যদি দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে বিষয়টি ব্যাংকিং খাতে আরও জটিল প্রভাব ফেলবে। যখন ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন গত শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় তখন সংস্থাটি জানায়, যেসব গ্রাহকের সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার ইনস্যুরেন্সের অধীনে আছে শুধু তারা সোমবারের মধ্যে অর্থ ফেরত পাবেন। সূত্র; দেশ রুপান্তর

‘তোষাখানা’ নওয়াজের পেটেও

‘তোষাখানার মাল’ আত্মসাতের দায়ে চোখের জল-নাকের পানি এক হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। পরোয়ানা জারি হয়ে গেছে। ঘর থেকে বের হতে পারছেন না চৌদ্দশিকের ভয়ে। বাড়ির চারপাশ ঘিরে রয়েছে নেতা-কর্মী-সমর্থকরা। আর দূর থেকেই চিলের মতো বারবার ছোঁ মারছে পুলিশ। অথচ এই একই অপরাধ করেও রাজার হালে ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের ক্ষমতাসীন জোটের হেভিওয়েট নেতারা। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও নাম আছে। সে সময় অবশ্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তালিকায় রয়েছে বেশকিছু সরকারি কর্মকর্তাও। রোববার দেশটির মন্ত্রিসভা সচিবালয়ের ওয়েবসাইটে ২০০২-২০২২ সাল পর্যন্ত তোষাখানার উপহার গ্রহণকারীদের লম্বা নথি থেকে এই তথ্য পাওয়া যায়। ডন।ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রয়াত সামরিক স্বৈরশাসক পারভেজ মোশাররফ, সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সাবেক প্রধানমন্ত্রী ড. শাহিদ খাকান আব্বাসি, সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান জামালি, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি, অর্থমন্ত্রী ইসহাক দার, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, শেখ রশিদ আহমেদ, খুরশিদ কাসুরি, আবদুল হাফিজ শেখ, জাহাঙ্গীর তারিন, শাহ মাহমুদ কুরেশি এবং ড. আতাউর রহমানসহ রয়েছে আরও অনেকের নাম। ২০০৯ সালের ২৬ জানুয়ারি একটি বিএমডব্লিইএলআই হোয়াইট (নিরাপত্তা সংস্করণ) নিজের কাছে রেখে দেন পাকিস্তান পিপলস পার্টির প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৭.৩ মিলিয়ন রুপি। যার মধ্যে তিনি মাত্র ৪ মিলিয়নের কিছু বেশি মূল্য পরিশোধ করেছিলেন। সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। সূত্র: যুগান্তর

সপ্তাহে ৩ দিন ছুটি দেবে সৌদি আরব

সাপ্তাহিক ছুটি তিন দিন করার পরিকল্পনা করছে সৌদি আরব। মানবসম্পদ এবং সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। স্থানীয় সংবাদমাধ্যম আল মদিনার বরাতে গাল্ফ নিউজ এ কথা জানায়। মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের বর্তমানে শ্রম ব্যবস্থার পর্যবেক্ষণ করছেন তারা। নতুন কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশি- বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে তারা নতুন নিয়মনীতি পর্যালোচনা করছেন। বর্তমানে সৌদি আরবের বড় বড় প্রতিষ্ঠানগুলোয় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি দেয়া হয়।
এবার ‌দুই দিনের বদলে সাপ্তাহিক ছুটি তিন দিন করার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান বলেছেন, তারাও তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনা করছে। ইতিমধ্যে বিষয়টি পর্যালোচনার পক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ। সূত্র: দৈনিক বাংলা

প্রতিবাদে অংশ নেওয়া ২২ হাজার জনকে ক্ষমা ইরানের

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২০০০ জনকে ক্ষমা করছে দেশটির বিচারিক কর্তৃপক্ষ। সোমবার বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই একথা জানিয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এর খবরে বলা হয়েছে।
গত মাসের প্রথমদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রতিবাদগুলো থেকে গ্রেপ্তার করা ভিন্নমতাবলম্বীসহ ‘প্রায় লাখো’ কারাবন্দিকে ক্ষমা করেছেন। “এ পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, এদের মধ্যে ২২ হাজার জন সাম্প্রতিক প্রতিবাদে অংশ নিয়েছিল,” বলেছেন ইজেই। সূত্র: বিডি নিউজ

তুর্কী প্রেসিডেন্ট নির্বাচনে কতোটা চ্যালেঞ্জের মুখে পড়বে এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ

যে বালক একদা রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক এবং যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী এবং দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।তুরস্ক যখন বিধ্বংসী ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী বিপর্যয় মোকাবেলার চেষ্টা করছে, তখনই প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের এই ভূমিকম্পে তুরস্কে প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, গৃহহীন হয়েছে ১৫ লাখের মতো মানুষ। এই দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে। এছাড়াও রয়েছে তুরস্কের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি। দেশটিতে মুদ্রাস্ফীতি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে জীবনযাত্রার খরচ মেটাতে মানুষের নাভিশ্বাস ওঠেছে। সূত্র; বিবিসি বাংলা ।