বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দু’টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই আলী নুর পরিবহনের ঢাকা মেট্টো- ব-১৩-১১৭৩ এবং ঢাকা মেট্টো-ব-১৫-৭৭৬৫ নাম্বারের দুইটি যাত্রীবাহী বাসে আগুন ধড়িয়ে দেওয়া হয়।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মোঃ মাজেদ ওরুফে বাহারুলের ছেলে মেহেদী হাসান (২৫)। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুর পরিবহনের দুই বাস রেষারেষি করে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় দুই বাসের ভিতরে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়৷ আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেই। তবে আগুন কোনো হতাহতের ঘটনা ঘটেনি । পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে রেকার দিয়ে সড়ক থেকে বাস দু’টিকে সড়িয়ে নেওয়া হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

Nagad