বরিশাল প্লাজায় আগুন: ধোঁয়ায় অসুস্থ দুজন ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় আগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুসস্থ ওই দুজন হলেন, সুমন মিয়া (২৭) ও আমিনুর রহমান (৩২)।

তারা মার্কেটটিতে পরিচ্ছন্নতার কাজ করছিলেন বলে জানা গেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ওই দুজনকে তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সুমনকে ৯৮ নম্বর ওয়ার্ড এবং আমিনুর রহমানকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ওই মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ‌্য, এর আগে গত ১১ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় মালিক সমিতি।

সারাদিন. ৮ এপ্রিল

Nagad