জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ১২৯ কোটির বেশি

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার চিত্রনায়ক জুনিয়র এনটিআর। বিশেষ করে ‘আর আর আর’ সিনেমার জন্য অস্কার জয়ের পর বর্তমানে প্রতিটি সিনেমার জন্য বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ২১ লাখ রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রিপল আর’ সিনেমার সাফল্যের পর জুনিয়র এনটিআর তার পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি সিনেমার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ২১ লাখ রুপির বেশি) পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তবে ‘ওয়ার টু’ সিনেমায় তার চরিত্রের জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক প্রদান করা হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস নির্মাণ করছে ‘ওয়ার টু’। সিনেমাটিতে হৃতিকের সাথে পর্দায় হাজির হবেন জুনিয়র এনটিআর। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, বর্তমানে জুনিয়র এনটিআরের হাতে বড় বড় আরও দুটি সিনেমার কাজ রয়েছে। তার একটি ‘এনটিআর ৩০’। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা। ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সাথে আরেকটি সিনেমায় কাজ করছেন জুনিয়র এনটিআর।

সবশেষ মুক্তিপ্রাপ্ত অভিনেতা জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ সিনেমাটি মুক্তি পায়।

Nagad

সারাদিন/০৮ এপ্রিল/এমবি