অবশেষে কলকাতার জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বুধবার (২৬ এপ্রিল) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ৩৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২১ রানে হারায় কেকেআর।
এদিন টসে জিতে কেকেআরকে আগে ব্যাটিংয়ে পাঠান ব্যাঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নীতিশ রানার দল।
জেসন রয় ২৯ বলে ৪টি চার এবং ৫টি ছক্কায় ৫৬ রান করে বিজয়কুমার বিশাখের বলে বোল্ড হন। আর ২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ করেন রানা। ব্যাঙ্গালুরু বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বিশাখা ২টি করে উইকেট পান।
জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থামে যায় বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। এদিন ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলির ছাড়া ব্যাঙ্গালুরুর হয়ে আর কেউই ভালো করতে পারেনি। দলকে নেতৃত্ব দেওয়া এই তারকা ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৬টি চারে ৫৪ রান করেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ৩৪ রান করেন মহিপাল লোমোর।
কলকাতা বোলার বরুণ চক্রবর্তী ৩টি উইকেট পান। দুইটি করে উইকেট দখল করেন সুয়াশ শর্মা ও আন্দ্রে রাসেল।
সারাদিন/২৭ এপ্রিল/এমবি