চবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে থেকেই

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১৬ মে (মঙ্গলবার) থেকে ২৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। প্রতি আসনের বিপরীতে প্রায় ৪১ জন ভর্তিচ্ছু লড়বেন।

তবে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ভর্তি পরীক্ষার রুটিনে কোনো তারতম্য হবে না বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চবির ভর্তি পরীক্ষার রুটিনে কোন তারতম্য হবে না আশাকরি।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার ইউনিট এবং দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। সুতরাং প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, গতবছর চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে গতবার প্রতি আসনের বিপরীতে লড়েছিলেন ২৯ জন ভর্তিচ্ছু।

সারাদিন/১৪ মে/এমবি 

Nagad