উড়িষ্যায় দুই বাসের সংঘর্ষে নিহত ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতের উড়িষ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এ সময় আরও বহু আহত হয়েছেন।

রোববার (২৫ জুন) মধ্যরাতে উড়িষ্যার ভুবনেশ্বরের গঞ্জাম জেলায় এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মধ্যরাতে গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে একটি বাস রায়গড় থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি সরকারি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এখনও মারাত্মক চোট নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বেরহামপুরের এমকেজি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাস দু’টির গতি নিয়ন্ত্রণে ছিল কি না, কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে কি না, এগুলো খতিয়ে দেখতে তদন্ত চলবে।

গঞ্জাম জেলার কালেক্টর দিব্যজ্যোতি পারিদা বলেন, মর্মান্তিক ঘটনা। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন নারী ও শিশু।

বেরহামপুরের পুলিশ সুপার সরভানা বিবেক বলেন, রাত ১টা নাগাদ মুখোমুখি ধাক্কা লাগে দু’টি বাসের। বেসরকারি বাসটিরই বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়েছে। সরকারি বাসের যাত্রীদের আঘাত কম।

Nagad

সারাদিন/২৬ জুন/এমবি