পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

চলতি বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মিনায় বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লি জড়ো হওয়ার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সৌদি আরবের সময়ানুযায়ী আজ ৮ জিলহজ সোমবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও রোববার (২৫ জুন) রাত থেকেই হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দেন।

সাদা কাপড়ে আচ্ছাদিত বিভিন্ন বর্ণ, ভাষা, জাতীয়তার লাখ লাখ মুসল্লি কেউ বাসে, কেউ গাড়িতে, কেউবা হেঁটে মিনার পথে রওনা হবেন। তাদের সবার মুখে থাকবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি।

বাইতুল্লাহ থেকে মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এজন্য হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়ালিমরা আগের রাত থেকেই হজ যাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজীরা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হবে কাবা প্রাঙ্গণ। রোববার (২৫ জুন) কাবা ঘর প্রদক্ষিণ করেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজী। ইতিহাসের সবচেয়ে বড় হজ হওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এ বছর আমরা ইতিহাসে সবচেয়ে বড় হজ প্রত্যক্ষ করব।”

২০২০ সালের করোনা মহামারী হানা দেওয়ার পর প্রথম বারের মতো সব ধরনের স্বাস্থ্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার একসাথে হজ করবেন ২৫ লাখেরও বেশি মানুষ।

Nagad

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এম শাহাদাত হোসেন তসলিম গণমাধ্যমকে বলেন, স্থানীয় রোববার (২৫ জুন) সময় সন্ধ্যার পর বাংলাদেশের প্রায় ১ লাখ ২২ হাজারের বেশি হজযাত্রীকে পবিত্র মিনায় নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। এত বিশাল সংখ্যার হজযাত্রীকে স্বল্প সময়ের মধ্যে পবিত্র মক্কা থেকে মিনায় নিয়ে যাওয়া একটি চ্যালেঞ্জিং কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে সব হজযাত্রীকে মিনায় নিয়ে যাওয়ার কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে হাবের কার্যনির্বাহী কমিটির সাথে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্মসচিব বৈঠক করেন।

সারাদিন/২৬ জুন/এমবি