ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

ছবি- সংগৃহীত

চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এই টুর্নামেন্টে ব্রাজিলকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইন যুবারা।

বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) ভোররাত ৩টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টটি শুরু হয়।

এদিন সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই প্রথমবার ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল।

অবশ্য এদিন ম্যাচের প্রথম গোলটি পায় ব্রাজিল। ম্যাচের ১২তম মিনিটে লিড নিয়ে নেয় তারা। যা ধরে রাখে বিরতির আগ পর্যন্ত। কিন্তু বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা নিজেদের করে নেয়। প্রথমে আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর শেষ বাঁশির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা।

এর আগে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শুরুতে ‘বি’ গ্রুপে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। গ্রুপ পর্বের সেই ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

Nagad

সারাদিন/২৬ জুন/এমবি