প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীর সাথে সম্পর্ক, ৪ মাসের অন্তঃসত্ত্বা

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী (১৬) কিশোরীর সাথে সমর্পকের অভিযোগ উঠেছে মহর আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার আজিবাড়ি নওদাগ্রামের মন্ডল পাড়ায়।

প্রতিবন্ধী কিশোরীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা-গেছে, মহেশপুর উপজেলার আজিবাড়ী নওদাগ্রামের মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে মহর আলী প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় বিবাহ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই গ্রামের মিলন হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা ছনিয়া খাতুনের (১৬) সাথে অবৈধ ভাবে দৈহিক মেলামেশা করে আসছিল। এক পর্যায়ে গত ২৪ জুন বিকাল ৩ টার দিকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধীর বাড়ির উত্তর পাশে একটি লেবু বাগানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে পুনরায় দৈহিক মেলামেশা করে। তারপর থেকে ঐ কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে কিশোরী ৪ মাস ১১ দিনের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ কিশোরীর পিতা মিলন হোসেন।

অন্তঃসত্ত্বা ঐ কিশোরী জানান, মহর আমাকে বিয়ের ও টাকার লোভ দেখিয়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছে। শুধু তাই না আমি তার কথা মত না চললে আমাকে মেরে ফেলারও হুমকি দিতো সে।

ঐ কিশোরীর পিতা ও মা জানান, মহর আমাদের বাড়িতে প্রায় ১ বছর ধরে যাতায়াত করত। আমার পাগল মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সাথে মহর যা করেছে তার জন্য আমরা এখন সমাজে মুখ দেখাতে পারছিনা। পাগলি মেয়ে ও তার এ সন্তান নিয়ে আমরা এখন কি করবো ? আমারা এর সুষ্ঠু বিচার চায়।

এব্যাপারে ধর্ষক মহর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর সাথে কথা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন, ঐ মেয়ে আরো অনেকের সাথে মেলামেশা করে। আর আমার স্বামীও তো একজন পুরুষ ? তিনি আরো জানান, থানায় বসে এর মীমাংসা হয়ে গেছে।

Nagad

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, বিষয়টি আমি মৌখিক ভাবে শুনেছি। কিন্তু মেয়ের পরিবারের লোকজন অভিযোগ দেওয়ার কথা ছিলো তবে তারা এখনও থানায় এ বিষয়ে অভিযোগ দেয়নি।

উল্লেখ্য- লম্পট মহর আলী ৭/৮ বছর আগেও গ্রামে এরকম আরো একটি ঘটনা ঘটিয়েছিল বলে এলাকাবাসী জানায়।