আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ডিমলায় সংসদ সদস্য আফতাবের ‘মুঠোয়’ দল ও স্থানীয় সরকার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদ এবং স্থানীয় সরকারে নিকটজনদের বসিয়েছেন সংসদ সদস্য।

১৯৯৭ সাল থেকে নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার। ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুবার তিনি আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য হয়েছেন। ২০১৯ সালে দলের ডিমলা উপজেলা কমিটির সর্বশেষ সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাঁর চাচাতো ভাই আনোয়ারুল হক সরকার।
স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ‘বঞ্চিত অংশের’ নেতারা বলছেন, দল ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ পদে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাই, ভাতিজাসহ আত্মীয়স্বজন। স্থানীয় সরকারের বিভিন্ন পদেও রয়েছেন তাঁর পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠ ব্যক্তিরা। এর বাইরে যাঁরা দলীয় রাজনীতি করেন, তাঁদের পদ–পদবি দেওয়া হয় না। উল্টো নানাভাবে হয়রানি করা হয় বলে ওই নেতাদের অভিযোগ। ‘এমপি লীগ’ না করায় মামলা-২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডিমলা উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন শৈলেন চন্দ্র রায়। এরপর ২০২১ সাল পর্যন্ত ছিলেন আহ্বায়ক। তবে দলীয় রাজনীতিতে এখন তিনি নিষ্ক্রিয়। সূত্র: প্রথম আলো

মার্কিন কম্পানি এক্সন মবিলের প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার

বাংলাদেশের গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পানি এক্সন মবিল। তাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সরকার। এক্সন মবিলের প্রস্তাব খতিয়ে দেখতে এবং তাদের সঙ্গে আলোচনায় বসতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কমিটিতে আন্তর্জাতিক মানের আইনজীবী ও মধ্যস্থতাকারী, প্রযুক্তি বিষয়ে পরামর্শদাতার মতো বিশেষজ্ঞরা থাকবেন বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের আগ্রহ দেখিয়ে এ পর্যন্ত দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে এক্সন মবিল। প্রথম দফায় গত মার্চে পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে আলোচনা হয় এবং এ নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য নীতিগত সম্মতি পাওয়া যায়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চার দিন আগে এক্সন মবিল আরেকটি প্রস্তাব পাঠায় জ্বালানি মন্ত্রণালয়ে।
সূত্র: কালের কণ্ঠ

সঞ্চয়পত্রে ঋণ কমায় ব্যাংকে ভর সরকারের

বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছে না সরকার। যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্র ভাঙানো হচ্ছে বেশি। এ কারণে ব্যাংকের ওপরই সরকারকে ভর করতে হচ্ছে। চূড়ান্ত হিসাবে সর্বশেষ গত অর্থবছরে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা একক অর্থবছরের রেকর্ড। এ ছাড়া সরকারের ঋণের বেশির ভাগই নেওয়া হয়েছে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে, যা মূল্যস্ফীতি উস্কে দেয় বলে অর্থনীতিবিদরা মনে করেন। এর আগের অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ দেওয়া মানে নতুন টাকা ছাপানোর মতো। এ প্রবণতা সব সময়ই মূল্যস্ফীতি উস্কে দেয়। যে কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ কম নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। চলতি বছর বাংলাদেশ ব্যাংকের এক প্রকাশনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমিয়ে সঞ্চয়পত্রে বাড়ানোর পরামর্শ ছিল। সূত্র: সমকাল

Nagad

দুদকের জালে দেড়শ নেতা

জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাছাড়া প্রশাসনেও চলছে উত্তাপ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) নানা উদ্যোগ নিয়েছে। নতুন করে তদন্তের দিকে এগোচ্ছে সংস্থাটি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত দেড়শ নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আসা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই নেতাদের নামে নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে দুদকের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে। এদিকে ক্যাসিনোকা-ে জড়িতদের বিষয়ে দুদকে আসা অভিযোগগুলোও নতুন করে আমলে নিচ্ছে দুদক। তারাও আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ইতিমধ্যে একটি তালিকার কাজও গুছিয়ে এনেছে। আবার কোনো কোনো নেতা নিজেদের নামে নোটিস এড়াতে প্রভাবশালী মহলে তদবিরও করছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র: দেশ রুপান্তর

সড়কে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে যাত্রীরা
তিন অবরোধে স্থবির ঢাকা
২৫টি ট্রেনের শিডিউল বিপর্যয়, কাটিয়ে উঠতে ২-৩ দিন লাগবে * রেল শ্রমিকদের আন্দোলনের প্রভাব সারা দেশে * চিকিৎসকদের দাবি ভাতা বৃদ্ধি * শিক্ষকদের দাবি শিক্ষা জাতীয়করণের

শিক্ষক, চিকিৎসক ও রেল শ্রমিকদের আন্দোলনে রোববার রাজধানী ঢাকা অচল হয়ে পড়েছিল। লাগাতার আন্দোলনে সৃষ্ট যানজটে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। তবে এ তিন আন্দোলনে শুধু রাজধানী নয়, সারা দেশে প্রভাব পড়ে। বিশেষ করে সারা দেশে রেল যোগাযোগ বিঘ্নিত হয়। ২৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে শিক্ষকরা কর্মসূচি পালন করেন। এতে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান-মতিঝিল থেকে শুরু করে শহরের অন্যসব স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ভাতা বাড়ানোর দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা শাহবাগ মোড় দখল করেন। তাদের আন্দোলনে মৎস্যভবন, ফার্মগেট, ধানমন্ডি-এলিফ্যান্ট রোড-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা স্থবির হয়ে পড়ে। রেল শ্রমিকরা প্রথমে কাওরান বাজারের সড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করেন। পরে তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা ৩টার পর অবরোধ তুলে নেওয়া হয়। ততক্ষণে ২৫টি ট্রেনের শিডিউল লন্ডভন্ড হয়ে পড়ে। সূত্র: যুগান্তর

নতুন হিসাব কষছে বিএনপি
মার্কিন প্রতিনিধিদের সফর ও ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক নিয়ে নীতিনির্ধারণী ফোরামে আলোচনা ♦ ঘোষিত এক দফা আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি আসছে বুধবার

উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর নতুন করে হিসাব কষছে বিএনপি। দলীয় নীতিনির্ধারকদের মতে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ঢাকায় উড়ে এসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আর ডোনাল্ড লু খোদ প্রধানমন্ত্রীর অফিসে বসে পরিষ্কার বার্তা দিয়ে গেছেন। সেখানে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারত্বমূলক নির্বাচনের কথা বলেছেন। দেশের মানবাধিকার ঠিক রাখার কথা বলেছেন, গণমাধ্যম ও বাকস্বাধীনতাসহ অবাধ সভা-সমাবেশের তাগিদ দিয়ে গেছেন অত্যন্ত শ্রুতিমধুর ও কূটনৈতিক শিষ্টাচার-সংবলিত ভাষায়। এর পর আর কী বাকি থাকে! নীতিনির্ধারকরা বলছেন, তবে বিদেশিদের এসব উদ্যোগ আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের দাবি আমাদের নিজেদেরই আদায় করতে হবে। বাংলাদেশের জনগণ এবার জেগে উঠেছে। তাদের দাবি আদায়ে যা যা করা দরকার, এর সবই করবে। ঘোষিত কর্মসূচি ছাড়াও এক দফা আদায়ে ধারাবাহিক কর্মসূচিতে যাবে দলটি। দলের পরবর্তী কর্মসূচি এবং আশু পদক্ষেপগুলোর মাধ্যমে রাজনীতির পুরো হিসাব-নিকাশ ও চালচিত্রই পাল্টে যাবে বলে মনে করছেন তারা। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যসহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। সূত্র: বিডি প্রতিদিন।

ভোটের আগে পদোন্নতি হতে যাচ্ছে দুই স্তরে
জাতীয় নির্বাচনের আগেই প্রশাসনে আরও দুই স্তরে পদোন্নতি হচ্ছে। প্রথম দফায় উপসচিব থেকে যুগ্ম সচিব এবং পরে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হবে। যুগ্ম সচিবের ক্ষেত্রে নিয়মিত হিসেবে বিসিএস ২২তম এবং উপসচিবের ক্ষেত্রে ২৯তম ব্যাচকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তাঁদের সঙ্গে আগে পদোন্নতিবঞ্চিত এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও আমলে নেবে পদোন্নতির জন্য সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। এসএসবির সদস্যরা আগে বেশ কয়েকটি বৈঠকের পরও ১২, ১৩, ১৫ ও ১৬ জুলাই বৈঠক করেছেন। দুই স্তরের পদোন্নতি দিতে অন্তত ৮০০ কর্মকর্তার কর্মজীবনের সব নথিপত্র যাচাই-বাছাইসহ সার্বিক পর্যালোচনা করছেন তাঁরা। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এরপর স্বল্পতম সময়ের মধ্যে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদে আছেন প্রায় ৭২৪ কর্মকর্তা, যা পদসংখ্যার দ্বিগুণের বেশি। এ ছাড়া ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ ১ হাজার ৪২৮টি, কর্মরত আছেন ১ হাজার ৭০০ জন। এ পদেও কর্মকর্তার সংখ্যা পদের চেয়ে কয়েক শ বেশি। শূন্য পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অধিকাংশ কর্মকর্তাকেই যথারীতি আগের পদে রাখা হবে। সূত্র: আজকের পত্রিকা।

৪৬১ গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি
ভোটের আগে বিলাসী গাড়ির আবদার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য চাই সর্বাধুনিক মডেলের বিলাসবহুল গাড়ি। মিতসুবিসি পাজেরো স্পোর্ট কিউএক্স মডেলের এসব জিপ গাড়ির এক একটির বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। একটি-দুটি নয়, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জন্য এমন উচ্চমূল্যের ৪৬১টি গাড়ি কিনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর। এ জন্য নিয়মিত বরাদ্দের অতিরিক্ত ৬১২ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। জনপ্রশাসনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য গাড়ি কেনা হবে ৯৬টি। এতে মোট খরচ হবে ১৪০ কোটি ১ লাখ ১২ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারের জন্য কেনা হবে ৩৬৫ গাড়ি। এগুলোর মোট মূল্য ৫৩২ কোটি ৩৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে ৪৬১ গাড়ি কেনায় সরকারকে ব্যয় করতে হবে মোট ৬৭২ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে। আগামী নির্বাচনের আগেই ডিসি-ইউএনওদের কাছে নতুন গাড়ি হস্তান্তর করতে চায় অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ২০২৩-২৪ র্থবছরের বাজেটে যানবাহন অধিদপ্তরের জন্য মোটরযান কেনা বাবদ ৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রস্তাব অনুযায়ী নতুন গাড়ি কিনতে অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ৬১২ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চাহিদাপত্রে বিপুলসংখ্যক গাড়ি কেনার যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষাসহ মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করতে এসব গাড়ির প্রয়োজন হবে।’ এমন এক সময়ে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ডিসি-ইউএনওদের জন্য বড় লটে বিলাসবহুল গাড়ি চাওয়া হলো, যখন বৈশ্বিক অস্থিরতায় দেশেও অর্থনৈতিক সংকট চলছে। বাজেট বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ জোগাতে সরকার নিজেই চলছে ধার-কর্জের মাধ্যমে। ব্যয় কমাতে বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণ করা হয়েছে। নতুন অর্থবছরের বাজেট কার্যকরের দ্বিতীয় দিনেই অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালন ও উন্নয়ন বাজেটের অর্থ ব্যবহারে কিছুক্ষেত্রে বিধিনিষধ এবং কিছুক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর আওতায় সরকারিভাবে সব ধরনের গাড়ি, বিমান ও জাহাজ কেনাকাটা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভূমি খাতের অধিগ্রহণ বাবদ বরাদ্দ অর্থসহ আবাসিক, অনাবাসিক, অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ অর্থ খরচ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি সরকারি চাকরিজীবীদের সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সূত্র: কালবেলা।

‘অচেনা দুই দলে হাসি, আলোচিতরা নাখোশ’

দৈনিক সমকালের প্রধান শিরোনাম, “অচেনা দুই দলে হাসি, আলোচিতরা নাখোশ”। খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নামে এমন দুই দলকে নিবন্ধন দিয়েছে যাদের নাম আগে তেমন শোনা যায়নি। ইসির নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, নিবন্ধন পাওয়া দল দুটি এসব শর্ত কতটা পূরণ করতে পেরেছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।তবে, আলোচিত অনেক দল, যারা রাজনীতির মাঠে সক্রিয়, নিবন্ধন না পেয়ে তারা নিরাশ হয়েছেন। নিবন্ধনের দৌড় থেকে ছিটকে পড়াদের তালিকায় সরকার বিরোধী হিসেবে পরিচিত মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, ভিপি নুরের গণঅধিকার পরিষদ এবং জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা নেতাদের নিয়ে গঠিত এবি বা আমার বাংলাদেশ পার্টিও রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

দুই চিকিৎসকের মুক্তি দাবিতে দুদিন রোগী না দেখার ঘোষণা

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। মানববন্ধন থেকে সোম ও মঙ্গলবার নিজেদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন গাইনি চিকিৎসকরা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার দুপুর সোয়া ১২টার দিকে মানববন্ধনে দাঁড়ান শ’ খানেক চিকিৎসক। গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সদস্যসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা ওই মানববন্ধনে অংশ নেন।সূত্র: বিডি নিউজ