ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

চার বছর পর ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। এরআগে ২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর একে একে কেটে গেলো প্রায় চারটি বছর। এর মধ্যে ভারতের বিপক্ষে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেললেও কোনো জয় পায়নি ক্যারিবীয়রা। অবশেষে ওয়ানডেতে ভারতকে পরাজয়ের স্বাদ দিলো ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার (২৯ জুলাই) রাতে বার্বাডোজের কেনসিংটন ওভালে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮০ বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে হার্দিক পান্ডিয়ার ভারতকে হারিয়েছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের বোলিং তোপে ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানেই অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজও। তবে শাই হোপ এবং কিসি কার্টির দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও দখল নিত ভারত। যদিও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ পালটা আঘাত হানতে মরিয়া ছিল ভারতীয় শিবিরে। তাদের কাছে এটি ছিল ডু-অর-ডাই ম্যাচ।

সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিততেই হতো ক্যারিবিয়ানদের। শেষমেশ বার্বাডোজে শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। এখন তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় দুইদল।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪০.৫ ওভারে ১৮১।
(কিষান ৫৫, গিল ৩৪, স্যামসন ৯, আকসার ১, পান্ডিয়া ৭, সূর্যকুমার ২৪, জাদেজা ১০, শার্দুল ১৬, কুলদিপ ৮*, উমরান ০, মুকেশ ৬; মেয়ার্স ৫-০-১৮-০, সিলস ৬-০-২৮-১, জোসেফ ৭-০-৩৫-২, মোটি ৯.৫-০-৩৬-৩, শেফার্ড ৮-১-৩৭-৩, ক্যারাইয়াহ ৫-০-২৫-১)।

Nagad

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৪ ওভারে ১৮২/৪।
(কিং ১৫, মেয়ার্স ৩৬, আথানেজ ৬, হোপ ৬৩*, হেটমায়ার ৯, কার্টি ৪৮*; পান্ডিয়া ৬.৪-০-৩৮-০, মুকেশ ৩-০-১৭-০, উমরান ৩-০-২৭-০, শার্দুল ৮-০-৪২-৩, কুলদিপ ৮-০-৩০-১, জাদেজা ৬-০-২৪-০, আকসার ২-১-৪-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজের ২টি শেষে ১-১ সমতা।

ম্যান অব দা ম্যাচ: শেই হোপ।

সারাদিন/৩০ জুলাই/এমবি