‘২০১৩-১৪ সালের মতো বিএনপি আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

২০১৩-১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গতকালকে দেখেছেন- কতগুলো বাস পুড়িয়েছে। চলন্ত বাস, ট্রেনে তারা আগুন দিয়েছে। মানুষকে জীবন্ত পুড়িয়েছে, সবখানে আগুন দিয়েছে। ২০১৩-১৪ তে পুড়িয়েছে। গতকালকেও আমরা তাদের অগ্নিসন্ত্রাসের নমুনা আবারও দেখলাম। বিএনপি-জামায়াত আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে।

আজ রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। এসময় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে, সে জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির ভয়ংকর অগ্নিসন্ত্রাসের রূপ আবারও দেখলো দেশবাসী। বাংলাদেশে যেন এই ধরনের সন্ত্রাসীরা ক্ষতি করতে না পারে সেজন্য সকলের কাছে আমার আহ্বান থাকলো।’

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু একদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়ে দেশ গড়েছেন, অন্যদিকে ইসলাম প্রচারের জন্য টঙ্গীতে ইজতেমার জায়গা, ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ করেছেন। কাকরাইলে মসজিদের জায়গা দিয়েছিলেন, অল্প খরচে বাংলাদেশের মানুষকে হজে পাঠানোর জন্য জাহাজের ব্যবস্থা করেছিলেন।

সরকার প্রধান বলেন, ‘আমরা আমাদের হজ ব্যবস্থাপনা অত্যান্ত চমৎকারভাবে করে দিচ্ছি। আরও সুবিধা আমরা করে দিচ্ছি। যেমন- মেট্রোরেল তৈরি হচ্ছে। সারা বাংলাদেশের সঙ্গে আমরা রেল যোগাযোগ বাড়াচ্ছি। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। আমাদের রাস্তাগুলো আমরা উন্নত করে দিচ্ছি। বিমানবন্দর স্টেশন থেকে আন্ডারপাস করে দিচ্ছি, যাতে যাত্রীরা সহজে সেখান থেকে যেতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। ২০১০ সালে আমি ক্ষমতায় এসে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছিলাম। যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ আমরা প্রণয়ন করেছি।’

Nagad

আলেম ও মুসল্লিদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সমাজে নানা ধরণের অপকর্ম হয়, এগুলো থেকে যেন মানুষ বিরত থাকে সে দিকে সজাগ থাকতে হবে।’

পঞ্চম ধাপে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা কক্সবাজার জেলার সদর উপজেলা ও খুলনা জেলার ফুলতালা উপজেলা মডেল মসজিদ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।