আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
চাঁদের প্রথম ছবি পাঠাল ভারতের ‘চন্দ্রযান-৩’
মহাকাশ থেকে ‘চন্দ্রযান-৩’-এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ছবিতে দেখা যায়, মহাকাশযান যত কাছে যাচ্ছে, ততই চাঁদের গর্তগুলিকে বড় মনে হচ্ছে। খবর বিবিসির -রোববার রাতে টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই ভারতীয় মহাকাশযানটি।এ অভিযান সফল হলে ভারতই প্রথম দেশ হবে, যা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে অবতরণ করতে যাচ্ছে। ভারতের আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রেসবিজ্ঞপ্তিতে বলে, তারা চন্দ্রযান-৩ কে সবসময় পর্যবেক্ষণ করছেন। মহাকাশযানটি স্বাভাবিকভাবে চলছে। সূত্র; সমকাল
তোশাখানা মামলা
ইমরানের বিরুদ্ধে দেওয়া রায় বাতিলে পিটিআইয়ের আপিল
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গতকাল সোমবার দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। পিটিআই চাইছে, সর্বোচ্চ আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ন দিলওয়ারের দেওয়া রায় খারিজ করে দিক। পিটিআই বলছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানি হোক। রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ইসলামাবাদের কাছে আটক জেলার একটি কারাগারে রাখা হয়েছে। যদিও ইমরান অভিযোগ অস্বীকার করে বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এদিকে এই আপিলের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান তাঁর আইনজীবীরা। তাঁর বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে আপিল করার আগে গতকাল দুপুরে ইমরানের সঙ্গে আইনজীবীদের দেখা করার অনুমতি দেওয়া হয়। তাঁর আইনজীবী নাঈম পানঝুতা এই তথ্য নিশ্চিত করেন। সূত্র: প্রথম আলো
সতর্ক সামরিক বাহিনী
নাইজারের আকাশসীমা বন্ধ
পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস) সদস্য দেশ ১৫টি। এর মধ্যে চারটি দেশে ২০২০ সালের পর সেনা অভ্যুত্থান ঘটে
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের সামরিক হস্তক্ষেপের প্রহর গুনছে অঞ্চলটির দরিদ্র দেশ নাইজার। গত রবিবারের মধ্যে প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে মুক্তি দেওয়ার সময়সীমা এরই মধ্যে শেষ। এ অবস্থায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা তাঁদের সমর্থকদের নিয়ে রণসজ্জার পাশাপাশি সম্ভাব্য হস্তক্ষেপ ঠেকাতে দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছেন। ক্ষমতা দখল করা ন্যাশনাল কাউন্সিল ফর সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) মুখপাত্র আমাদু আব্দরামানে জানান, আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব ‘প্রবল শক্তিমত্তা দিয়ে তাৎক্ষণিকভাবে’ দেওয়া হবে।পশ্চিম আফ্রিকার দুটি দেশ (নাম উল্লেখ করা হয়নি) হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে অগ্রবর্তী সেনা মোতায়েন করেছে উল্লেখ করে সিএনএসপি মুখপাত্র বলেন, এই ধরনের তৎপরতায় যুক্ত হওয়া যেকোনো দেশকে অন্যতম শত্রু হিসেবে গণ্য করা হবে। মুখপাত্র আমাদু আব্দরামানে আরো বলেন, ‘দেশের অকুতোভয় জনগণের সমর্থনের ওপর ভর করে সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা ও প্রতিরক্ষায় নিয়োজিত সবাই দেশের মাটি রক্ষার লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ
মণিপুর-তদন্তে বিচারপতির কমিটি
বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল কুকি
অগ্নিগর্ভ মণিপুর। তবে সেই আগুন নেভানোরও নানা চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো এখনো কোনো সমাধানের পথ দেখাতে পারেনি। শেষ পর্যন্ত এই তেজ কমাতে ঢাল হাতে নিলেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সুপ্রিম কোর্ট একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এ দলে থাকবেন হাই কোর্টের তিন সাবেক বিচারপতি, তিনজনই নারী। এ ছাড়া মণিপুরে পাঠানো হবে ৪২টি ‘বিশেষ তদন্ত দল’ তথা ‘সিট’। হাই কোর্টের তিন সাবেক নারী বিচারপতি হলেন গীতা মিত্তল (জম্মু কাশ্মীর হাই কোর্ট), শালিনী যোশী (বম্বে হাই কোর্ট), আশা মেনন (দিল্লি হাই কোর্ট)। সিবিআই তদন্ত চলবে, তবে সিবিআইয়ের টিম ছাড়াও থাকবে ৪২টি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। এ ‘সিট’-এর কাজ দেখবেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে ছয়টি করে সিট। নগ্ন করিয়ে দুই নারীকে হাঁটানোর খবরের শিরোনাম হয় মণিপুর। এর পর কুকি সম্প্রদায়ের এক ব্যক্তির কাটা মাথা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সূত্র; বিডি প্রতিদিন।
সি-ক্লাস কারাকক্ষে ইমরান খান
অন্ধকার ঘর, বাথরুমে নেই দরজা
আইনজীবী দলের সঙ্গে ৪৫ মিনিটের সাক্ষাৎ * হাইকোর্টে কারাগারের ‘এ’ ক্লাস সুবিধা দাবি * অ্যাটক জেল থেকে আদিয়ালায় স্থানান্তরের আবেদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অ্যাটক কারাগারে দুঃখজনক পরিস্থিতিতে রাখা হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কারাগারে তাকে দেওয়া হয়েছে সি-ক্লাস সুবিধা। বাথরুম আছে কিন্তু নেই দরজা। থাকতে দেওয়া ছোট অন্ধকার ঘরটিতে দিনে মাছি আর রাতে পিঁপড়ার উপদ্রব। সোমবার বিকালে পাঞ্জাবের অ্যাটক জেলে ইমরান খানের সঙ্গে ৪৫ মিনিটের সাক্ষাৎ শেষে অক্সফোর্ড পড়ুয়া বিশ্ব বরেণ্য ক্রিকেট তারকার বন্দিদশার এ ভয়াল চিত্র তুলে ধরেন আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথা। ডন।তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর খানকে জামান পার্কের বাসা থেকে ৫ আগস্ট গ্রেফতার করে অ্যাটক জেলে বন্দি করা হয়। রোববার খানের দল ও আইনজীবীরা দাবি করেন, জেলা প্রশাসন তাদের পিটিআই প্রধানের সঙ্গে দেখা করতে দেয়নি। আইনি দল জানায়, তারা জামাকাপড়, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও স্বাক্ষরের জন্য দেখা করতে চাইলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। খানের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়নি। আইনজীবীদের পাওয়ার অব অ্যাটর্নি পেতে সোমবার ফিরে আসতে বলা হয়। অবশেষে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদনের পর বিকালে পাঞ্জোথাকে খানের সঙ্গে দেখা করার অনুমতি দেন আদালত। ফিরে এসে ইমরান খানের জেলজীবন সম্পর্কে বলেন, ‘আমি খান সাহেবকে কারাগারে অবস্থান সম্পর্কে জিজ্ঞেসা করায় তিনি জানান-তাকে একটি অন্ধকার, ছোট সি-ক্লাস ঘরে রাখা হয়েছে।’ বাথরুমের দরজা নেই। শৌচাগারের ব্যবস্থা থাকলেও নেই কোনো গোসলের ব্যবস্থা। হায়দার আরও জানান, খান সাহেবকে ডাল-শাক খেতে দেওয়া হচ্ছে। তবে অবাক করার বিষয়, খান সাহেব জানিয়েছেন এ বিষয়ে তার কোনো সমস্যা নেই। সূত্র: যুগান্তর
ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আফ্রিকা থেকে ইউরোপে যেতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন আরও ১৬ জন। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং পশ্চিম সাহারার ভূমধ্যসাগরের উপকূলে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফ্রিকার দেশ থেকে অবৈধভাবে নৌপথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া অন্যতম রুট হয়ে উঠেছে। বিপৎসংকুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রতিদিনই অসংখ্য প্রাণহানি ঘটছে। তবুও থেমে নেই ভয়ংকর সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছে অনেক আফ্রিকান। তিউনিসিয়ার স্ফ্যাক্স শহরের উপকূলে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে গেছে। স্ফ্যাক্স বিচার বিভাগের মুখপাত্র ফৌজি মাসমুদি বলেন, ‘রোববার সন্ধ্যা পর্যন্ত আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ সূত্র; আজকের পত্রিকা।
ওবামার নিয়োগকৃত বিচারকে আস্থা নেই ট্রাম্পের
পূর্বসূরি বারাক ওবামার আমলে নিয়োগকৃত ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকানের কাছে সুবিচার পাওয়ার আশা করছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানায়, প্রায় এক দশক আগে তৎকালীন মার্কিন প্রেডিডেন্ট বারাক ওবামা তানিয়াকে ডিস্ট্রিক্ট জজ হিসেবে নিয়োগ করেছিলেন। ঘটনাচক্রে বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টার মামলায় বিচারক হিসেবে রয়েছেন তানিয়া। ওবামার আমলে নিয়োগ পাওয়ার বিষয়টি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ‘নিয়োগপ্রাপ্ত’ বিচারকের কাছে আমার সুবিচার পাওয়ার কোনো উপায় নেই। সূত্র; দৈনিক বাংলা।
মণিপুরে আরও চাপে বিজেপি
মণিপুর সহিংসতা ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে বেকায়দায় ফেলছে। গত জুলাইতে মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে জবাবদিহিতে বাধ্য করতে বিরোধী জোট ‘ইনডিয়া’ লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। দুই কুকি নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের ভিডিও মোদিকে আরও চাপে ফেলে। সেই চাপে মণিপুর সহিংসতার প্রায় তিন মাস পর মুখ খুলতে বাধ্য হয়ে তিনি বলেছিলেন, ‘দেশবাসীর মাথা লজ্জায় নত হয়ে গিয়েছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।’ কিন্তু মণিপুরে নিজের দলের সরকার থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ভর্ৎসনা করেননি, তাকে পদত্যাগের নির্দেশ দেননি; এমনকি বিজেপি সরকার লোকসভা ও রাজ্যসভা কোথাও মণিপুর নিয়ে আলোচনার দাবি মেনে নেয়নি। এই যখন পরিস্থিতি তখন আবার মণিপুরে কুকিদের রাজনৈতিক দল রাজ্যের বিজেপি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিল। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সহিংসতাপূর্ণ মণিপুরে বড়সড় ধাক্কা খেল বিজেপি। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক কুকি পিপলস অ্যালায়েন্স (কেপিএ)। রাজ্যপালের কাছে চিঠি দিয়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন কেপিএ প্রেসিডেন্ট তংম্যাং হাওকিপ। সূত্র; দেশরুপান্তর
আমেরিকায় বিরাট আকারের অজগর সাপ মারার বিচিত্র প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জলাভূমিতে বার্মিজ পাইথন জাতীয় অজগর সাপের সংখ্যা এত বেড়ে গেছে যে এক দশক আগেই সেখানে এই সাপ মারার জন্য শিকারীদের উৎসাহিত করতে বছরে একবার একটি পাইথন নিধন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে এই বিরাটকায় সাপ মারতে আসেন হাজার হাজার লোক – শুধু যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে নয়, তার বাইরের নানা দেশ থেকেও । তাদেই নানা বিচিত্র অভিজ্ঞতার গল্প এই রিপোর্টে। ফ্লোরিডার নেপলসের বাসিন্দা জেক ওয়ালেরি। ওহাইও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এব ২২ বছর বয়স্ক তরুণ এবছর গ্রীষ্মের ছুটিতে পরিকল্পনা করেছেন – তিনি সাপ মারবেন।নীয় লোক হওয়ায় তিনি এই পাইথন সমস্যার কথা আগে থেকেই জানতেন। আর টেলিভিশনের মাধ্যমে তিনি জেনেছেন ‘ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জের’ কথা, সেখানে দেখেছেন কিভাবে পেশাদার সাপ শিকারীরা ১৯-২০ ফুট লম্বা বার্মিজ অজগর শিকার করছে।তখন থেকেই তার মাথায় ঢোকে এই সাপ শিকারী হবার ভাবনা। গত দু’বছর ধরে তিনি নিজেই সাপ শিকার করছেন।এখন তার লক্ষ্য ফ্লোরিডা পাইথন চ্যালেঞ্জে বিজয়ী হওয়া। গত বছরও তিনি এ প্রতিযোগিতায় ঢোকার চেষ্টা করেছিলেন – কিন্তু তখনও সাপ শিকারের ক্ষেত্রে তার র্যাংকিং যথেষ্ট ভালো ছিল না-সূত্র: বিবিসি বাংলা।
জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনা, এক নারী গ্রেপ্তার
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনায় জড়িত থাকার দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।এসবিইউ বলছে, জেলেনস্কি বন্যা দুর্গত মাইকোলাইভ সফরে যাওয়ার আগে এ সফরের সময়সূচি পাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করতে তাদেরকে তথ্য দেওয়ার জন্য প্রায়ই ইউক্রেইনের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ তোলে কিইভ।নারী গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের’ বিষয়ে তাকে হালনাগাদ তথ্য দিয়েছে এসবিইউ।তবে রাশিয়া এই গ্রেপ্তারির খবরে কোনও মন্তব্য করেনি। এক বিবৃতিতে এসবিইউ বলেছে, রুশদের কাছে গোয়েন্দা তথ্য পাচারের চেষ্টা করার সময় ওই নারীকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।গত জুন ও জুলাইয়ে মাইকোলাইভ সফর করেছিলেন জেলেনস্কি। প্রথমত, কাখোভকা বাঁধ ভেঙে সেখানে বন্যার ক্ষয়ক্ষতি দেখা এবং পরে রাশিয়ার প্রচণ্ড গোলা হামলার পর পরিস্থিতি দেখতে ওই সফরে যান তিনি। সূত্র: বিডি নিউজ