টেকনোলজি পার্কে ছিন্নমূল মানুষদের নিয়ে শোক দিবস পালিত

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে ফিফোটেক পরিবারে আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিশন ২০২১ টাওয়ারে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষদের নিয়ে ফিফোটেক পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ও ফিফোটেক-এর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন-এর সরাসরি তত্বাবধায়নে এই দোয়া ও আগত মেহমানদের খাবারের আয়োজন করা হয়। এতে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষদের অন্যান্য অতিথিসহ ফিফোটেক পরিবারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। গোটা জতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মহান এই নেতাকে।