বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র: উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

জাতীয় শোক দিবসে মোংলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা। বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকর‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ৯টা থেকে মোংলায় শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। পৌর শিশু পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা পোর্ট পৌরসভা, উপজেলাা ও পৌর সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় মোংলা উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোকর‌্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১ টায় পৌর আ’লীগ কার্যালয় থেকে শোকর‌্যালী বের করে মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগ। বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে পরে পৌর শিশু পার্কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে পৌর আ’লীগ কার্যালয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ,বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বঙ্গবন্ধুকে জানলেই জানা হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একটি জাতি, একটি মানচিত্র, একটি পতাকা, আমাদের স্বাধীনতা। নিন্দুক আর জাতির শত্রুরা বঙ্গবন্ধুর উচ্চতা এক চুলও খাটো করতে পারেনি। পারবেও না।

Nagad

পঁচাত্তর সালের পর বিএনপি-জামায়াত-খালেদা চক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র-হত্যা-খুনের অপরাজনীতি করছে উল্লেখ করে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে উল্লাস করে। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে।

পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফীল হাওলাদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর সভাপতি মিজান তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমরান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যার ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতসহ সহযোগী সংগঠনের সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।