আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

বড় ধরনের সামরিক কুচকাওয়াজ করল পোল্যান্ড

ন্যাটোর সদস্য পোল্যান্ড বড় ধরনের সামরিক কুচকাওয়াজ করেছে। কুচকাওয়াজে দেশটির অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। স্নায়ুযুদ্ধের পর গতকাল মঙ্গলবার পোল্যান্ডের সশস্ত্র বাহিনী দিবসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ করল ওয়ারশ।১৯২০ সালে ওয়ারশ যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের (রেড আর্মি) বিরুদ্ধে পোল্যান্ডের বিজয়ের ১০৩তম বার্ষিকী উপলক্ষে এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনে প্রায় দেড় বছর ধরে রুশ আগ্রাসন চলছে। ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন পোল্যান্ডের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার বিষয়টিকে দেশটির ক্ষমতাসীন জাতীয়তাবাদী ‘ল অ্যান্ড জাস্টিস’ দলের জন্য একটি অগ্রাধিকারে পরিণত করেছে। আগামী অক্টোবরে পোল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ করল পোল্যান্ড। সূত্র: প্রথম আলো

তালেবানের দুই বছর
বিধি-নিষেধের চাপে পিষ্ট নারীরা

ইসলামী শরিয়াপন্থী তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের দুই বছর পূর্তি হয় গতকাল মঙ্গলবার। এই দিনকে বেশ সাফল্যমণ্ডিত হিসেবে তুলে ধরে সারা দেশে সরকারি ছুটি পালন করেছে তালেবান। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সোমবারও অভিযোগ করেছে, কাবুল দখলের আগে তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হয়নি।আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে, গত দুই বছরে নারীদের শিক্ষা, কাজের অধিকার ও বাইরে বিচরণের ওপর বিধি-নিষেধ আরোপের দিকেই তালেবানের নজর ছিল বেশি। বিধি-নিষেধের চাপে পিষ্ট নারীরা ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাসখানেক পরই তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা থেকে নারীদের নিষিদ্ধ করে। অবশ্য মাঝে একবার নারীদের মাধ্যমিক স্কুল খোলার কথা বলেও তা পরে বলবৎ করেনি তারা। ওই নিষেধাজ্ঞার কয়েক মাস পরপরই নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়, ৭২ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করলে নারীদের অবশ্যই পুরুষ নিকটাত্মীয়কে সঙ্গে নিতে হবে। এরপর গত বছরের মে মাসে শীর্ষ আধ্যাত্মিক নেতা মেয়েদের পোশাকের নতুন বিধান চালু করেন। সূত্র: কালের কণ্ঠ

পাকিস্তানে ডিজেল-পেট্রলের রেকর্ড দাম বৃদ্ধি

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে রেকর্ড পরিমাণ দাম বাড়ল ডিজেল ও পেট্রলের। দেশটিতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আজ বুধবার থেকে কার্যকর হবে। দেশটির অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে ১৭.৫০ রুপি বেড়ে পেট্রলের দাম হবে লিটারে ২৯০.৪৫ রুপি। হাই-স্পিড ডিজেলের দাম ২০ রুপি বেড়ে ২৯৩.৪০ রুপি হবে লিটারে। খবর- ডন-সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার অনুমোদন দেওয়ার পরে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় বর্ধিত দাম ঘোষণা করে।অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। জ্বালানির দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nagad

তোশাখানা মামলায় বুশরাকে জেআইটির জিজ্ঞাসাবাদ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলার বিষয়ে জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের (জেআইটি) সামনে হাজির হন। তাকে পুলিশ ২০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে।
মঙ্গলবার ইসলামাবাদের ডিআইজি অফিসে পৌঁছেছিলেন যেখানে তোশাখানা মামলার তদন্তকারী টিম বুশরাকে জিজ্ঞাসাবাদ করে। ত্র জানায়, মঙ্গলবার কারাগারে বুশরা বিবি ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারা প্রায় দুই ঘণ্টা কথা বলেন। তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর ডিআইজি অফিসে যান।আরও পড়ুন: ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ-সূত্র থেকে জানা যায়, বুশরা বিবিকে জেআইটিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দায়রা আদালত।জেআইটির সামনে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুশরা। তিনি বলেন, পিটিআই তাকে প্রায় ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করে।তিনি আরও বলেন, জেআইটি তার কাছ ২০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। সূত্র: যুগান্তর

ধীরগতির পাল্টা আক্রমণে সফল হচ্ছে ইউক্রেন

ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি রাশিয়ার দখলে থাকা একটি গ্রাম পুনরুদ্ধার করেছে এবং ডিনিপ্রো নদীর দক্ষিণ তীরে অভিযান চালিয়ে এক রুশ কর্মকর্তাকে ছিনিয়ে এনেছে। ধীর গতির পাল্টা আক্রমণে এই সাফল্য নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে একটু একটু করে এগোচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের এই মানোভাবের সত্যতাও পাওয়া গেছে রুশপন্থি কর্মকর্তাদের মুখেও, ইউক্রেনীয় সেনারা জাপোরিজ্জিয়া অঞ্চলের উরোজাইন গ্রামের অন্তত একাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামটি পুনর্দখলে রাশিয়ার সেনাবাহিনীর প্রচেষ্টা বিফলে গেছে। দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনের স্পেশাল ফোর্সের একটি দল ডিনিপ্রো নদী পার হয়ে একটি সফল অভিযান পরিচালনা করেছে। দাবি করা হয়েছে, তারা রাশিয়ার একজন ব্যাটালিয়ন কমান্ডারকে ছিনিয়ে এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে নদী পার হয়ে অভিযান জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। বিশ্লেষকরা বলছেন, রুশ বাহিনীর প্রতিরক্ষা আরও বিস্তৃত করার লক্ষ্যে এসব অভিযান চালানো হচ্ছে। পশ্চিমাদের দেওয়া অস্ত্র ও প্রশিক্ষণ পাওয়া সেনাদের নিয়ে জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। কিন্তু এই অভিযানের অগ্রগতি ধীর গতির। এখন পর্যন্ত তারা বড় ধরনের কোনও সাফল্য অর্জন করতে পারেনি। দোনেস্ক অঞ্চলের রাশিয়ার ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার আলেক্সান্ডার খোদাকভস্কি বলেছেন, ইউক্রেন উরোজাইন গ্রামের একাংশ দখল করতে পেরেছে। কারণ রাশিয়া রিজার্ভ সেনাদের নিয়ে প্রতিরক্ষা রেখা শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। কয়েক মাস ধরে থাকা সেনারাই গ্রামটি রক্ষায় লড়াই করেছে। তিনি বলেছেন, রাশিয়ার মূল প্রতিরক্ষা রেখা থেকে কয়েক মাইল দূরে থাকা ইউক্রেনের আক্রমণ গতি পাচ্ছে। গ্রামগুলো ধরে রাখতে রাশিয়াকে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। সূত্র: বিডি প্রতিদিন।

মোদির প্রশংসা পেয়ে হাতজোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান বিচারপতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা পেয়ে তাঁর সামনে হাতজোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ভারতের স্বাধীনতা দিবসে লাল কেল্লায় দেওয়া এক ভাষণে গুরুত্বপূর্ণ মামলার রায় আঞ্চলিক ভাষাতেও লেখার প্রশংসা করেন। সে সময় অতিথি আসনে উপস্থিত থাকা দেশটির প্রধান বিচারপতি হাতজোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, ‘আমি সুপ্রিম কোর্টকে একটি বিষয়ে ধন্যবাদ জানাতে চাই, এখন থেকে বিভিন্ন রায় যার যার মাতৃভাষায় পাওয়া যাবে। (আমাদের দেশে) আঞ্চলিক ভাষার গুরুত্ব ক্রমেই বাড়ছে।’মোদির এই বক্তব্যের পরপরই অতিথি আসনে উপস্থিত থাকা ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হাতজোড় করে প্রশংসার জবাব দেন।চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার ৯ হাজার ৪২৩টি রায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় লিখে ওয়েবসাইটে আপলোড করেছেন। বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, এসব রায়ের মধ্যে ৮ হাজার ৯৭৭টি রায়কে হিন্দি ভাষায় অনূদিত করা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, আমাদের সুপ্রিম কোর্টের যাত্রা শুরুর পর থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৩৫ হাজার মৌলিক সিদ্ধান্তসংবলিত রায়কে জনগণের জন্য সব ভাষায় (ভারতীয়) রূপান্তরিত করা হবে।’ সূত্র: আজকের পত্রিকা।

হিমাচলে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৫

ভারতের হিমাচল রাজ্যে ভয়াবহ ভূমিধস ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এসব ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। রাজ্যের রাজধানী সিমলায় মঙ্গলবার ভূমিধসের পর ভেঙে পড়া একটি মন্দির থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সিমলায় বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রবীণ ভরদ্বাজ। ভরদ্বাজ বলেন, ‘দুর্যোগের কারণে রাজ্যে কয়েকদিনে অন্তত ৫৫ জন মারা গেছেন। প্রতিবেশী উত্তরাখণ্ডেও বৃষ্টিজনিত ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’ হিমাচল প্রদেশ এবং প্রতিবেশী উত্তরাখণ্ডের কিছু অংশে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অবিরাম বৃষ্টির কারণে দুই রাজ্যই গত মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ১ জুন থেকে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে হিমাচলে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ এবং উত্তরাখণ্ডে ১৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। সূত্র; দেশ রুপান্তর

ভারত ভাগের সময় যেভাবে বিশ্বযুদ্ধের বিমান কাজে এসেছিল
ভারত ও পাকিস্তানের রক্তক্ষয়ী বিভাজন নিয়ে রচিত তমস (আঁধার) উপন্যাসে লেখক ভীষ্ম সাহনি একটি হিংসা-বিধ্বস্ত গ্রামের বদলে যাওয়ার বিশদ বিবরণ দিয়েছেন, যে গ্রামটির ওপর দিয়ে একটি বিমান তিনবার চক্কর কেটে গেল। ওই উপন্যাসটি লেখা হয়েছিল ১৯৭৪ সালে।“মানুষজন বেরিয়ে এসেছে। মনে হচ্ছে যেন মারামারি-কাটাকাটি শেষ হয়ে গেছে, আর এখন মৃতদেহগুলো সরিয়ে ফেলা হচ্ছে। সবাই তাদের বাড়িতে ফিরে গিয়ে নিজেদের জামাকাপড় আর অস্ত্রশস্ত্রের কত কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসাব মেলাতে বসল।“ উপমহাদেশকে ভাগ করে দুটো স্বাধীন দেশ – ভারত আর পাকিস্তান হওয়ার পরে যে গণহত্যা হয়েছিল, তারই একটা কাল্পনিক বিবরণ লিখেছিলেন ভীষ্ম সাহনি। দেশভাগের পরে যে ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছিল, তা প্রায় দশ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, ছিন্নমূল হয়েছিলেন এক কোটি কুড়ি লক্ষ মানুষ। সূত্র; বিবিসি বাংলা ।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদান: জাতিসংঘ
চলমান পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে। চার মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ সুদান থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে, দেশ থাকা লোকজনের খাবার ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্যসেবার অভাবে তারা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলা লড়াই রাজধানী খার্তুমকে ধ্বংস করে দিয়েছে। এ লড়াইয়ের কারণে দারফুরে জাতিগত হামলা শুরু হয়েছে। এসব পরিস্থিতি সুদানকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার হুমকি তৈরি করছে।
মঙ্গলবার জাতিসংঘের সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, “কৃষকদের ফসল বোনার সময় ফুরিয়ে যাচ্ছে যা তাদের ও প্রতিবেশীদের খাদ্যের যোগান দেবে। চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” সূত্র: বিডি নিউজ