সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করলো আফগান সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। আফগান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর থাকা শরিয়াহ আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। তাই এসব দলের কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৬ আগস্ট) দেশটির রাজধানী কাবুলে তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে তার মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ শরিয়াহ আইনে এসব দলের কোনো স্থান ও ভূমিকা নেই।

পরে বিচারমন্ত্রী আবদুল হাকিমের এই ঘোষণা বিবৃতি আকারে প্রকাশ করা হয়। তালেবান নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে। তথ্যসূত্র- দ্য ডন

সারাদিন/১৭ আগস্ট/এমবি 

Nagad