মালয়েশিয়ায় মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৫১ মিনিটে দেশটির সেলাঙ্গর রাজ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পুড়ে যাওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

পুলিশ রয়টার্স ও এএফপি-কে জানিয়েছে, নিহতদের মধ্যে উড়োজাহাজে থাকা ৮ ব্যক্তি ও ২ মোটরসাইকেল আরোহী রয়েছেন। তবে বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) নিশ্চিত করেছে, প্রাইভেট বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। সেখানে ৬ যাত্রী এবং ২ জন ফ্লাইট ক্রুসহ ৮ আরোহী ছিলেন। বিমানের আরোহীদের অবস্থা এখনও জানা যায়নি।

প্রাইভেট বিমানটি প্রাথমিকভাবে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে ২টা ৪৭ মিনিটে যোগাযোগ করেছিল এবং ২টা ২৮ মিনিটে অবতরণের অনুমতি পেয়েছিল। কিন্তু দুপুর ২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া দেখতে পায়। কুয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (কেএল এআরসিসি) অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

Nagad

সারাদিন/১৭ আগস্ট/এমবি