আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

এমএলএম ও ই–কমার্স প্রতারণায় আটকা ২২ হাজার কোটি টাকা
টাকা ফেরত পাননি ডেসটিনি, যুবকের মতো প্রতিষ্ঠানের গ্রাহকেরা। এমটিএফইর প্রতারণার দায় নিচ্ছে না কেউ।

বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপ ইনকরপোরেটেড বাংলাদেশে রীতিমতো প্রতিনিধি নিয়োগ দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। ব্যবহার করেছে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক লেনদেনব্যবস্থা। কিন্তু প্রতারণার ঘটনার পর এখন সরকারি সংস্থাগুলোর কেউই দায় নিতে রাজি নয়। মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসার জন্য বাংলাদেশে আইন আছে। তবে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নেই। তারপরও এমটিএফই এ ধরনের ব্যবসা করে কীভাবে অর্থ হাতিয়ে নিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।বাণিজ্য মন্ত্রণালয় বলছে, তারা এ বিষয়ে কিছু বলতে পারবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, বিষয়টি দেখার দায়িত্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এ বিষয়ে বিটিআরসির বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশে এমএলএম ও ই-কমার্সের নামে প্রতারণার বড় বড় ঘটনা রয়েছে। ২০০৬ সালে যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) অনিয়মের বিষয়টি উঠে আসে। ডেসটিনিতেও টাকা রেখে কেউ ফেরত পাননি। এ ঘটনা জেনেও ইউনিপেটুইউ নামক প্রতিষ্ঠানের একই ধরনের জালে আটকা পড়েন বিপুলসংখ্যক মানুষ। প্রতারণার ঘটনাগুলো নিয়ে সরকার বহুবার তদন্ত করেছে, কমিশন গঠন করেছে, টাকা ফেরতের পথও দেখিয়েছে। মামলাও হয়েছে অনেক। কিন্তু মানুষ টাকা ফেরত পাননি। সূত্র: প্রথম আলো

রুশ বিমান ঘাঁটিতে হামলা
সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার বিমান ঘাঁটিতে ঢুকে হামলা চালাল ইউক্রেন। এ হামলায় রাশিয়ার একটি সুপারসনিক যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, গুলিতে একটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু সেই ঘটনায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি এবং বিবিসির বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমান ঘাঁটিতে তুপোলেভ তু-২২ বিমান আগুনে জ্বলছে। তুপোলেভ তু-২২ সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। ১৯৬২ সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি। তবে ইউক্রেনের শহরগুলোয় বিমান হামলায় এই বিমানগুলো ব্যবহার করে আসছে রাশিয়ার সামরিক বাহিনী।মস্কোর প্রতিরক্ষা দফতর জানিয়েছে, মস্কোর সময় সকাল ১০টার দিকে মনুষ্যবিহীন একটি উড়োযান থেকে নভোগ্রাদ অঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নভোগ্রাদের ওই এলাকাতেই রাশিয়ার সলৎসি-২ বিমান ঘাঁটি রয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

দেশে ফিরেই কারাগারে
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

দেশে ফিরেই কারাবন্দি হলেন থাইল্যান্ডের একসময়ের তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা (৭৪)। ১৫ বছরের স্বনির্বাসন শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন ‘দ্য বিগ বস’খ্যাত এ বিলিয়নিয়র। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল পুলিশ। বিমানবন্দর থেকেই সরাসরি সুপ্রিমকোর্টে নিয়ে যাওয়া হয় দেশটির নন্দিত ও নিন্দিত নেতাকে। পরে তাকে ‘ব্যাংকক রিমান্ড’ কারাগারে স্থানান্তরিত করা হয়। ক্ষমতচ্যুত এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি, ফৌজদারি, প্রতারণাসহ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। সুপ্রিমকোর্ট এ তিন মামলায় আট বছরের কারাদণ্ড দেন থাকসিনকে। কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, বয়সের কথা বিবেচনা করে তাকে কারাগারের একটি বিশেষ কক্ষে রাখা হবে। তার হৃদপিণ্ডে এবং ফুসফুসেও কিছুটা জটিলতা রয়েছে। তাকে ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে। প্রথম পাঁচদিন তিনি তার কক্ষেই বন্দি থাকবেন।থাকসিনের সমালোচকরা বলছেন, তার শাস্তি ঘোষণা, কারবাস আসলে একটা ‘আইনি নাটক’। মুক্তির পথ ঠিক করেই খাঁচায় ঢুকেছেন থাকসিন। কিছুদিনের মধ্যেই রাজকীয় ক্ষমা পেয়ে যাবেন। সে উদ্দেশ্যেই রাজার আশীর্বাদপুষ্ট সেনা সমর্থিত দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে তার মেয়ে। সূত্র; যুগান্তর

Nagad

ব্রিকস কি নতুন বিশ্বব্যবস্থা তৈরি করতে পারবে

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ‘ব্রিক’ নামে একটি জোট গঠন করে। পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এ জোটের নতুন নাম হয় ‘ব্রিকস’। শুরুর দিকে অবশ্য জোটটি নিয়ে কেউ মাথা ঘামায়নি। এটির সফলতা নিয়েও সন্দেহ ছিল। তবে পশ্চিমা উন্নত অর্থনীতির দেশগুলোর বাইরে ব্রিকস বর্তমানে একটি শক্তিশালী জোটে পরিণত হয়েছে। দেশগুলো তাদের প্রভাব ও উপস্থিতি বিশ্বজুড়ে জানান দিতে পেরেছে। এ জন্য পুরো বিশ্বের নজর এখন গতকাল মঙ্গলবার জোহানেসবার্গে শুরু হওয়া জোটের ১৫তম শীর্ষ সম্মেলনের দিকে। ২২ থেকে ২৪ আগস্টের এ সম্মেলনে রাশিয়া ছাড়া বাকি দেশগুলোর নেতারা জড়ো হয়েছেন। ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তিনি অংশ নিচ্ছেন না। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য হওয়ায় আন্তর্জাতিক আইন অনুযায়ী, পুতিন সফরে গেলে তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হতো দেশটি। সূত্র: সমকাল

ফুকুশিমা পরমাণু বিদ্যুকেন্দ্র
‘তেজস্ক্রিয়’ পানি ছাড়ছে জাপান
প্রায় ১৩ লাখ ৪০ টন পরিশোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়া হবে

সুনামির আঘাতে বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করবে জাপান। প্রতিবেশীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও অনড় রয়েছে দেশটি।
জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) পানি ছাড়ার পরিকল্পনাটি অনুমোদন দেওয়ার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেয় জাপান। প্রায় ১৩ লাখ ৪০ টন পরিশোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়া হবে, যা ৫০০টি অলিম্পিক পুল ভরতে যথেষ্ট। ২০১১ সালে সুনামিতে ধ্বংস হওয়ার আগে ফুকুশিমায় এসব পানি জমা হয়। পরিশোধনের পর আগামী ৩০ বছর ধরে এসব পানি সাগরে ছাড়া হবে। জাপানের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে প্রতিবেশী চীন। এরই মধ্যে জাপান থেকে খাদ্য আমদানি আংশিকভাবে বন্ধ করে দিয়েছে বেইজিং। সূত্র: কালের কণ্ঠ

কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পরই হাসপাতালে ভর্তি থাকসিন

দেশে ফেরার পরপরই বিমানবন্দর থেকেই জেলে নেওয়া হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। কিন্তু জেলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কারা কর্তৃপক্ষ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর রক্তচাপ এবং হৃদ্‌রোগ সংক্রান্ত জটিলতা বিবেচনায় নিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দীর্ঘ ১৫ বছর পর দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। কিন্তু খুব বেশিক্ষণ মুক্ত থাকার সৌভাগ্য হয়নি তাঁর। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া আট বছরের কারাদণ্ডাদেশ নিয়ে সরাসরি ব্যাংককের কারাগারে যেতে হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

পাকিস্তানে ৯০০ ফুট ওপরে ক্যাবল কারে আটকা শিশুসহ ৮ জনকে উদ্ধার

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চল বাট্টগ্রামে ক্যাবল কারে আটকে পড়া আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কার আটকে যাওয়ার এ ঘটনা ঘটে। এরপর সকাল থেকেই শুরু হয় অভিযান। প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে তাদের উদ্ধার করা হয়। এতে হেলিকপ্টারসহ অংশ নেয় দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা। খবর বিবিসি। গণমাধ্যমটি বলছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টগ্রাম জেলায় একটি নদী গিরিখাত পার হওয়ার সময় একটি তারের বিচ্ছিন্ন হলে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭ টার দিকে ছয় শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ আটকে পড়ে। প্রায় ১২ ঘণ্টা পর হেলিকপ্টারের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছিল । প্রতিবেদনে বলা হয়, এ ক্যাবলকারে করে তারা স্কুলে যাচ্ছিলো এবং মাঝপথে ক্যাবলকারের তার ছিড়ে যায়। এটি মাটি থেকে প্রায় ২৭৪ মিটার(৯০০ ফুট) ওপরে প্রবল বাতাসের মধ্যে ঝুলে ছিল।রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বাট্টগ্রাম বড় বড় পর্বত ও গিরিখাতপূর্ণ। এ কারণে স্থানীয় মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে, শিক্ষাপ্রতিষ্ঠান-বাজারে যেতে ক্যাবল কার ব্যবহার করেন। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন ও বিপজ্জনক ছিল। আটকে পড়া আটজনের মধ্যে ১০ থেকে ১৬ বছর বয়সী ছয়জন শিশু ছিল এবং দুইজন প্রাপ্ত বয়স্ক ছিল। সূত্র: বণিক বার্তা।

মণিপুর সঙ্কটে যেভাবে দুই পক্ষের রোষের শিকার পাঙ্গাল মুসলিমরা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কয়েক মাস ধরে চলা রক্তাক্ত জাতিসংঘাতের মাঝখানে পড়ে সেখানে বসবাসবাসকারী তিন লক্ষরও বেশি ‘পাঙ্গাল’ মুসলিম দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন।
মণিপুরের পাঙ্গাল সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাজ্যের বিবদমান দুটি গোষ্ঠী – মেইতেই এবং কুকি-জোমি – উভয়েই এখন তাদের অবিশ্বাস করতে শুরু করেছেন এবং তারা দু’তরফ থেকেই হামলার আশঙ্কায় ভুগছেন। পাঙ্গালদের একটি সংযুক্ত কমিটি গত সপ্তাহান্তে দেশের রাজধানী দিল্লিতে এসে মণিপুরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপও দাবি করেছেন – যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ওই কমিটির মুখপাত্র মহম্মদ রইস আহমেদ টাম্পাক এদিন বিবিসি বাংলাকে বলেন, “মণিপুর এখন পুরোপুরি যুদ্ধক্ষেত্রর চেহারা নিয়েছে!” “আর পাঙ্গাল মুসলিমরা রাজ্যের যেখানে থাকেন সেটাকে বলা যেত পারে ওই যুদ্ধের বাফার জোন – কারণ আমাদের বসবাস মেইতেই আর কুকি-জোমি অধ্যুষিত এলাকার ঠিক সীমান্তে।” “এখন এই সংঘাতে আমরা কারওরই পক্ষ না-নিয়ে শান্তি ফেরানোর কথা বলছি – কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমরা একরকম ‘মাইনকার চিপা’য় পড়ে গেছি বলেই মনে হচ্ছে।” সূত্র: বিবিসি বাংলা ।

পাকিস্তানে কেবল কারে আটকা পড়া সবাইকে উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার প্রায় হাজার ফুট উপরে ঝুলন্ত কেবল কারে আটকা পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় পৌঁনে ৮টার দিকে প্রদেশটির বাত্তাগ্রাম জেলার প্রত্যন্ত আল্লাই তেহশিলে সাত স্কুলশিশু ও স্থানীয় এক বাসিন্দাকে নিয়ে মাঝপথে আটকা পড়ে কেবল কারটি। দুটি তার ছিঁড়ে যাওয়ার পর অবশিষ্ট একটি তারের ওপর নির্ভর করে শূন্যে ঝুলে থাকে কারটি।এরপর দিনভর উৎকণ্ঠার মধ্যে ধাপে ধাপে সবাইকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যায়। সূত্র; বিডি নিউজ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। আইএনএম বলেছে, মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রাস্তার বাঁকে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সূত্র; বাংলানিউজ