আগামী ১৫ সেপ্টেম্বর ‘দ্য স্কুল অব রক’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

ছবি- সংগৃহীত

চলতি বছরের সব থেকে বড় রক কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ আয়োজন করতে যাচ্ছে ইটিসি ইভেন্টস লিমিটেড।

আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)-এর ৪ নম্বর হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানে মঞ্চ কাঁপাতে আসছে দেশসেরা সব ব্যান্ড।

মূল লাইনআপের মধ্যে অ্যাভয়েড রাফা, আফটার ম্যাথ ও কার্নিভালের নাম প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে দ্য স্কুল অব রক কনসার্টটি। ব্যান্ড মিউজিক ভক্তরা পুরো লাইনআপ উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এছাড়া ইটিসি ইভেন্টস লিমিটেডের পক্ষ থেকে শিগগিরই আসবে নতুন ব্যান্ডদের জন্য খুব বড় একটি ঘোষণাও।

ইটিসি ইভেন্টস লিমিটেডের মুখপাত্র গণমাধ্যমকে জানান, দেশের তরুণ-তরুণীদের জন্য সুস্থ ও নিরাপদ একটি ইভেন্ট আয়োজন করাই তাদের উদ্দেশ্য। দেশের সেরা শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে সংগীত প্রেমীদের মনে রাখার মতো একটা সন্ধ্যা উপহার দিতে চান।

পরবর্তী ব্যান্ডের নাম, নতুন ব্যান্ডদের সুযোগ ও ইভেন্ট সম্পর্কে ইটিসি ইভেন্টস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সব তথ্য পাওয়া যাবে।

সারাদিন/২৪ আগস্ট/এমবি 

Nagad