একই দিনে শাহরুখের ‘জওয়ান’ বাংলাদেশে

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

আগামী ৭ সেপ্টেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ভারতসহ সারা বিশ্বে। একই সাথে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চান আমাদানিকারকেরা।

রোববার (২৭ আগস্ট) বাংলাদেশে সিনেমাটির আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের আমদানি-রপ্তানি নীতিমালা কমিটি। ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে যৌথভাবে ‌‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘রংধনু গ্রুপ’।

জানা গেছে, ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (৮ সেপ্টেম্বর)। কারণ শুধুমাত্র দুই ঈদ ব্যতীত বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষে আমদানিকারক অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, রোববার দুপুরে আমদানি-রপ্তানি কমিটি বাংলাদেশে সিনেমাটি আনার অনুমতি দিয়েছে। তবে কমিটি চায়, যাতে একই সাথে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়। আমরা এই ব্যাপারে জোর চেষ্টা করছি। তবে কোনো কারণে যদি একই দিনে মুক্তির সমস্যা হয়, তাহলে একদিন পিছিয়ে বাংলাদেশে ৮ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তি পাবে।

‘জওয়ান’ আমদানির অনুমতির বিষয়টি নিশ্চিত করে কমিটির অন্যতম সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন, আমদানি-রপ্তানি নীতিমালা কমিটির রোববারের মিটিংয়ে সিনেমাটি আমদানির অনুমতি দিয়েছে। তবে দুই দেশে একই সাথে মুক্তির বিষয়ে জোর দিয়েছে কমিটি। আমদানিকারকদের সেভাবেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ সিনেমাটি বিশ্বজুড়ে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

Nagad

এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। তার সাথে থাকছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

সারাদিন/২৮ আগস্ট/এমবি