ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ অগস্ট) এই রায় স্থগিত করেন আদালত। একইসাথে প্রাক্তন ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

গত ০৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমান করেন। এছাড়া ইমরান খান আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, রায়ে এই কথাও জানান জেলা ও দায়রা আদালত।

ওই রায় ঘোষণার পর পরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।

সারাদিন/২৯ আগস্ট/এমবি 

Nagad