ইরাকে দুই বাসের সংঘর্ষে ১৬ তীর্থযাত্রী নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

ছবি- সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় নিহতদের অধিকাংশই শিয়া জনগোষ্ঠীর।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতের কিছু আগে দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবামাধ্যম আএনএ জানিয়েছে, দুজাইল ও সামাররা শহরের মধ্যেবর্তী স্থানের এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

ইরাকের সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য সার্ভিসের পরিচালক খালেদ বুরহান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে মৃতদের অধিকাংশই ইরানের। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সেখানের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতের কিছু আগে দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, মনে করা হচ্ছে একজন চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাতেই দুর্ঘটনাটি ঘটে।

সারাদিন/০২ সেপ্টেম্বর/এমবি 

Nagad