আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

বিধ্বংসী পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

ভয়ংকর ও সর্বাধুনিক পারমাণবিক অস্ত্রবাহী সারামাত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমারা এ ক্ষেপণাস্ত্রটিকে ‘শয়তান’ নামে ডাকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালে জুনে ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বলেছিলেন, ‘রাশিয়ার শত্রুরা হুমকি দেওয়ার আগে দুইবার ভাববে।’ সর্বাধুনিক এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ইউরি বোরিসোভ। রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আরএস-২৮ সারামাত ১০ টন ওজনের এমআইআরভিইডি পারমাণবিক অস্ত্র (ওয়ার হেড) বিশ্বের যে কোনো স্থানে- উত্তর ও দক্ষিণ মেরুতে নিয়ে যেতে সক্ষম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে তারা এখনো নিশ্চিত নন। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, খুব দ্রুত সময়ে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এর আগে গত বছর তিনি বলেছিলেন, বহির্বিশ্বের যে কোনো ধরনের হুমকি থেকে রাশিয়াকে রক্ষা করবে এ ক্ষেপণাস্ত্র এবং শত্রুরা রাশিয়াকে হুমকি দিতে দ্বিতীয়বার ভাববে। ন্যাটো ক্ষেপণাস্ত্রটিকে ‘শয়তান’ নামে অবহিত করে থাকে। এ ক্ষেপণাস্ত্রটি খুবই কম সময়ের মধ্যে ছোড়া যায়। এ কারণে ক্ষেপণাস্ত্র শনাক্তের যেসব প্রযুক্তি বর্তমানে বিশ্বে রয়েছে সেগুলো এটি শনাক্ত করতে হিমশিম খাবে। সূত্র: বিডি প্রতিদিন ।

ইজারাপ্রথা-নিষিদ্ধ জালে কমছে হাওরের মাছ

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, নিকলী, কুলিয়ারচর ও করিমগঞ্জ এই ছয়টি উপজেলা নিয়ে বেষ্টিত বিশাল হাওরাঞ্চল। এ অঞ্চলে ছোট-বড় শতাধিক হাওর মিঠাপানির মৎস্য ভা-ারের জন্য বিখ্যাত। কিন্তু ইজারাপ্রথা ও নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ নিধনের কারণে হাওরে আগের মতো মাছ পাওয়া যায় না। দেশীয় প্রজাতির অসংখ্য মাছ বিলুপ্তির পথে।স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছের স্থায়ী আশ্রয়স্থলের অভাব এবং জ্যৈষ্ঠ মাসে পোনা ছাড়ার সময় মশারি জাল দিয়ে ডিমওয়ালা মাছ নিধনের কারণে মাছের পরিমাণ কমছে। এ ছাড়া কারেন্ট ও চায়না জাল দিয়ে মাছ ধরে মাছের বংশবৃদ্ধিতে বাধা দেওয়া হচ্ছে। এসবের মূলে রয়েছে ইজারাপ্রথা। স্থানীয় প্রভাবশালীরা নদী-বিল লিজ নিয়ে জেলেদের কাছ থেকে টাকা নিয়ে তাদের অবাধে মাছ ধরার সুযোগ করে দেয়। এ ছাড়া ইজারাদাররা চৈত্র মাসে ছোট-ছোট নদী ও বিলের পানি সেচে মাছ ধরেন। কৃষকরা সেই জমিতে বোরো রোপণ করে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার করেন। এর ফলে হাওরে মাছের প্রাকৃতিক খাবার সৃষ্টি হয় না। হাওর পাড়ের মৎস্যজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃত জেলেরা নদীর ইজারা পায় না। নদী শাসন করে এখন প্রভাবশালীরা। প্রকৃত মৎস্যজীবীরা নদী ইজারা না পেয়ে তারা বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। সূত্র: দেশ রুপান্তর

সুইডিশ রাজনীতিবিদদের বাধায় নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না ৩ দেশ

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র: আজকের পত্রিকা।

Nagad

‘ব্রিকসের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর’

উদীয়মান অর্থনীতির দেশগুলো জোট ব্রিকসের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কংগ্রেসম্যান মার্জোরি টেইলর গ্রিন। জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান আরও বলেন, দিন দিন ব্রিকস জোট শক্তিশালী হচ্ছে এবং এর সদস্য সংখ্যা বাড়ছে। সে কারণে জোটের সদস্যরা নিজস্ব মুদ্রায় নিজেদের ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হবে। খবর পার্সটুডের।নিজের নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে গ্রিন বলেন, ব্রিকস জোট দিন দিন সম্প্রসারিত হলেও বাইডেন প্রশাসন এ ক্ষেত্রে একেবারে চোখ বন্ধ করে রেখেছে। বাইডেন অভ্যন্তরীণ সমস্যাগুলোকে উপেক্ষা করছেন এবং যুক্তরাষ্ট্রকে সবার পেছনে নিয়ে যাচ্ছেন। আমরা যখন এই ভুল করছি, তখন বিশ্বের অন্য দেশগুলো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হচ্ছে। ব্রিকসের সদস্য দেশগুলো একে অন্যের সঙ্গে বড় বড় গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করছে, একে অন্যের পণ্য কিনছে। তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না।ওয়াশিংটন যখন রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে ইউক্রেনকে সব ধরনের সহায়তা করায় ব্যস্ত, তখন বিশ্বের অন্যান্য দেশ একত্রিত হয়ে নিজেদের আরও শক্তিশালী করছে। কারণ তারা যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণে ক্লান্ত হয়ে পড়েছে। সূত্র: কালবেলা

দক্ষিণ আফ্রিকায় ‘বন্দুকযুদ্ধে’ ১৮ ডাকাত নিহত

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ জন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। গত শুক্রবার দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে লিম্পোপো প্রদেশের মাখাদো এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। দক্ষিণ আফ্রিকার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি ম্যাসেমোলা জানান, ‘সন্দেহভাজনরা একটি নগদ টাকা বহনকারী ট্রাক ডাকাতির পরিকল্পনা করেছিল। তারা আগেও দেশটির অন্যান্য প্রদেশে একই ধরনের অপরাধের জন্য দায়ী ছিল।’ ম্যাসেমোলা আরও বলেন, ‘আমরা ধারণা করছি, এই দলটি এই প্রদেশসহ এমপুমালাঙ্গা ও গাউতেংয়ে একাধিক ডাকাতিতে জড়িত ছিল।’ প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে একজন পুলিশ কর্মকর্তা গুরুতরভাবে আহত হন।দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানায়, পুলিশ বেশ কয়েক দিন ধরে সন্দেহভাজন ডাকাত দলটির গতিবিধির ওপর নজর রাখছিল। গত শুক্রবার পুলিশ অভিযান চালাতে গেলে সন্দেহভাজন ডাকাতরা গুলি চালাতে শুরু করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ১৬ জন পুরুষ ও ২ নারী নিহত হয়। সূত্র; দৈনিক বাংলা।

বিজেপি কেন পুরো ভারতে একসঙ্গে ভোট করতে চায়?

ভারতের লোকসভা নির্বাচন আর সবকটি রাজ্য বিধানসভার নির্বাচন একই সঙ্গে করানো অনেকদিন আগে থেকেই বিজেপির লক্ষ্য, তবে এবারই প্রথম সে উদ্দেশ্যে সরকারিভাবে কোনও পদক্ষেপ নিলো তারা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ নীতি বাস্তবায়ন করা যাবে কী না, তা খতিয়ে দেখবে।সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, “এখন তো শুধু কমিটিই তৈরি হয়েছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবে, তা নিয়ে বিচার বিবেচনা, বিতর্ক হবে সংসদে।“ভারতে ১৯৬৭ সাল পর্যন্ত তো একসঙ্গেই লোকসভা আর বিধানসভাগুলির নির্বাচন হত। এটা নিয়ে আলোচনা তো হতেই পারে,” বলেছেন মি. যোশী। সূত্র: বিবিসি বাংলা।

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত

ইরাকে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
নিহতদের মধ্যে বেশিরভাগই শিয়া ইরানি তীর্থযাত্রী।শুক্রবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে ইরাকের উত্তরাঞ্চলে দুজাইল এবং সামাররা শহরের মাঝামাঝি এক সড়কে এ দুর্ঘটনা ঘটে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালাহউদ্দিন প্রদেশের একজন মেডিকেল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার রাতে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। শনিবার সালাহদ্দীনের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই মিনিবাসের একটির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। এতেই সংঘর্ষ ঘটে। সূত্র: বাংলানিউজ

নয়াদিল্লিতে জি২০ সম্মেলন
‘দশ হাতে’ নিরাপত্তা সামলাচ্ছে ভারত
১ লাখ ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে, থাকবে ৬৯টি বিস্ফোরক শনাক্তকারী কুকুর * দুদিনের সম্মেলনে ব্যয় হতে পারে ১ হাজার কোটি রুপিরও বেশি * এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বিমানবাহিনী, টহল থাকবে আকাশেও

প্রথমবারের মতো জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজনে রীতিমতো ‘এলাহিকাণ্ড’ চলছে ভারতে। বিশ্বের বাঘা বাঘা দেশগুলোর হর্তা-কর্তাদের এ সম্মেলন ঘিরে পুরো নয়াদিল্লি এখন ‘মোগল দুর্গ’। রাজধানীর অলিগলি থেকে শুরু করে সম্মেলনকেন্দ্র প্রগতি ময়দানের ভারত মন্ডপমে কনভেনশন সেন্টার পর্যন্ত একসঙ্গে ‘দশ হাতে’ নিরাপত্তা সামলাচ্ছে ভারত। বেসরকারি নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সেনা-পুলিশ-বিমানবাহিনী, এনএসজি কমান্ডো-সবাইকে এক ছাতায় আনছে মোদি সরকার। প্রায় ১ লাখ ১৩ হাজার নিরাপত্তা কর্মীতে ছেয়ে গেছে দিল্লি। এখানেই শেষ নয়-বিরাট এ নিরাপত্তাব্যুহই শেষ চমক নয়! মাত্র দুদিনের এ সম্মেলনে (৯-১০ সেপ্টেম্বর) খরচের খাতা দেখলে চোখ কপালে উঠে যাওয়ার দশা-প্রাথমিক হিসাবে ১ হাজার কোটি রুপিরও বেশি! এনডিটিভি, ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এএনআই, পিটিআই, ফিনান্সিয়াল টাইমস।সম্মেলনের মূল থিম ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’। বিশ্বের ২৯ দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উচ্চপদস্থ অতিথিদের আপ্যায়ন-অভ্যর্থনার তোড়জোড় শুরু হয়েছে আরও সপ্তাহ দুয়েক আগে থেকেই। অনাসৃষ্টি এড়াতে দিল্লিজুড়ে পাহারায় থাকবে ৪ হাজার ৫০০ দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা। এর মধ্যে রয়েছে এনএসজি কমান্ডোরাও। যারা রাষ্ট্রনায়কদের বহনকারী হেলিকপ্টার নামার হেলিপ্যাড ও নির্ভুল ড্রাইভিং দক্ষতার সাথে ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসাবে কাজ করবে। সূত্র: যুগান্তর


এবার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গতকাল শনিবার তাদের পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিউলের সামরিক বাহিনী বলেছে, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মধ্যে এটি সর্বশেষ উদ্বেগজনক ঘটনা। দক্ষিণ কোরিয়ার দাবি, কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চলে সাগর এলাকায় কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া বার্ষিক যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ান উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া ‘কৌশলগত পারমাণবিক স্ট্রাইক ড্রিল’–এর অংশ হিসেবে জোড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তিন দিন পর আবার এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। পিয়ংইয়ং এ ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে দেখে, যদিও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দুটি মিত্রদেশ বলছে যে তারা প্রতিরক্ষামূলক মহড়া চালিয়েছে। সূত্র: প্রথম আলে া


বিরোধী জোট ‘ইন্ডিয়া’
আসন সমঝোতার জটিল অঙ্কের সামনে বিরোধীরা

ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতা থেকে সরাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে শুক্রবার ২৮টি বিরোধী দলের দুই দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। মহারাষ্ট্রের মুম্বাইয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইন্ডিয়া) এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে একাট্টা লড়াইয়ে নামার আগে দলগুলো আসন ভাগাভাগি নিয়ে অঙ্গীকার ব্যক্ত করে। তবে ওই বৈঠক শেষ হতে না হতেই আসন সমঝোতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত নেতাদের সূত্র মারফত ভারতের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মুম্বাইয়ে বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত না থেকে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাতিজা দলের মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিআইএম) পশ্চিমবঙ্গে তিন দশকেরও বেশি সময়ের শাসকদল, যাদের হটিয়েই ক্ষমতায় আসে তৃণমূল। বর্তমানে বিজেপি রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল হলেও দুর্নীতি, দল ভাঙানো, নির্বাচনকেন্দ্রিক সহিংসতাসহ নানা অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বামপন্থী দলটি। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তারা। সূত্র: কালের কণ্ঠ

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ১৬টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে টিফিন বক্সে করে ১৬টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় এক পাচারকারীকে গ্ৰেফতার করেছে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ০৮ ব্যাটালিয়নের সীমান্ত চৌকির মাহিন্দ্রার জওয়ানরা। জব্দকৃত সোনার ওজন ১৯৮৯.১৮০ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৪০৫ রুপি। গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফতেহপুর গ্রামের সীমান্তের কাছে ওই ঘটনা ঘটে। বিএসএফ গোপন সূত্রে খবর পায় যে, বাংলাদেশ থেকে কাটাতার পার করে সোনার বিস্কুট পাচার করা হবে। ওই তথ্যের ভিত্তিতেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়।বেলা ১১টা ২০ মিনিটে কাঁটাতারের বেড়ার ওপারে জমি চাষ করে ভারতীয় সীমান্তের দিকে ফেরার পথে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বিএসএফ। ওই সন্দেহজন ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করতেই তার কাছে থাকা টিফিন বক্স থেকে উদ্ধার হয় ১৬টি সোনার বিস্কুট। সূত্র: জাগোনিউজ