আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করবে প্রতিনিধি পরিষদ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার বলেন, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এ তদন্তের কেন্দ্রে থাকবে।গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তাঁরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। তবে এ-সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরও নজর দিয়েছেন রিপাবলিকানরা। তাঁরা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তাঁরা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টিও সামনে আনছেন। সূত্র: প্রথম আলো


পুতিনের সঙ্গে বৈঠকের স্থান অজানা
বুলেটপ্রুফ ট্রেনে চেপে রাশিয়ায় উন
জল্পনার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার রেলপথে রাশিয়া সফরে গেলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির (কেডাব্লিউপি) এই নেতার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোরীয় নেতার কাছে অস্ত্র চাইবেন পুতিন। রাশিয়ার আমুর অঞ্চলের ভস্তচনি কসমোদ্রুম মহাকাশ যান উৎক্ষেপণ ঘাঁটিতে দুই নেতার সাক্ষাৎ হতে পারে। কভিড মহামারির পর কিম জং উন প্রথমবারের মতো উত্তর কোরিয়ার বাইরে গেলেন। ২০১৯ সালে সর্বশেষ বিদেশ সফরেও তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া গিয়েছিলেন। সূত্র; কালের কণ্ঠ
সর্বস্বান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় বসবে ইউক্রেন
ইউক্রেনে এফ-১৬ সরবরাহে সংঘাত বাড়বে
সবকিছু হারিয়ে (অস্ত্র ও সরঞ্জাম) সর্বস্বান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় ফিরবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার। চলমান যুদ্ধে ইউক্রেনের পরিণতি সম্পর্কে এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে শুরু হওয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন। বলেন, “ইউক্রেন এখনো আশা করছে যে পশ্চিমাদের দেওয়া অস্ত্র-গোলাবারুদ-সাঁজোয়া যান দিয়ে যে প্রতিরোধ যুদ্ধ তারা শুরু করেছে, তা রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে। কিন্তু বাস্তব সত্য হলো, ‘কাউন্টার অফেন্সিভ’ কৌশল শুরুর পর থেকে গত ৩ মাসে ইউক্রেনের ৭১ হাজারেরও বেশি সেনাসদস্য ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।” প্রসঙ্গত রুশ বাহিনীকে পরাজিত ও উচ্ছেদ করতে ৪ জুন থেকে ‘কাউন্টার অফেন্সিভ’ কৌশল নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। আলজাজিরা। এ সময় পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে সংঘাত বাড়বে। যুদ্ধে পরিবর্তন আসবে না।’ ডেনমার্কের প্রধানমন্ত্রী ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির জেরে একথা বলেন তিনি। চলতি বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর ও বাকি পাঁচটি ২০২৫ সালে দেবে।ট্রাম্পের বিরুদ্ধে মামলা ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন’ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র; যুগান্তর
চীন সফরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো চীন সফরে গেছেন। মঙ্গলবার তিনি ও তার স্ত্রী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে। বেইজিংয়ে অবস্থানকালে মাদুরো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। মাদুরো ভেনেজুয়েলার টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন। টেলিভিশনে প্রচার করা বার্তায় মাদুরো বলেন, ‘আমাদের ভাই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এবং গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আমরা চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে একটি ট্রেনে রওনা হচ্ছি।’ বৃহস্পতিবার পর্যন্ত চীনে অবস্থান করবেন মাদুরো। ২০১৮ সালের পরে চীনে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। সূত্র: সমকাল
মণিপুরে গাড়ি থেকে নামিয়ে তিনজনকে গুলি করে হত্যা
এ পর্যন্ত ১৬০ জনেরও বেশি প্রাণহানি। ঘর ছাড়া হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ
কোনোভাবেই শান্তি ফিরছে না ভারতের মণিপুর রাজ্যে। গতকাল কাংপোকপি জেলায় অন্তত তিনজনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে জেলার কাংগুই এলাকার ইরেং ও করম ভাইফেই গ্রামের মাঝামাঝি এলাকায় ওই তিন ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা কুকি-জো জনজাতি সম্প্রদায়ের লোক। কাংপোকপি জেলার অতিরিক্ত পুলিশ সুপার থলু রকি সাংবাদিকদের বলেন, ‘একটি গাড়ি থেকে কুকি সমাজের তিনজনকে নামিয়ে সশস্ত্র দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করেছে। কোনো বন্দুকযুদ্ধ হয়নি বলে মনে হচ্ছে। দোষীদের ধরতে আমরা তদন্ত শুরু করেছি।’ ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতাদের ফোরাম (আইটিএলএফ) মৃতদের শনাক্ত করেছে। তারা কোন অঞ্চলের বাসিন্দা, তা নিশ্চিত করেছে। অন্য একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ঐক্য কমিটি জানিয়েছে, যারা হামলা চালিয়েছিল, তারা নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিল। কিছুদিন আগে কেন্দ্রের গোয়েন্দা এজেন্সিগুলো মণিপুরের রাজ্য প্রশাসনকে জানিয়েছিল, নিরাপত্তা বাহিনীর পোশাকে দুষ্কৃতকারীরা হামলা চালাতে পারে। কয়েক মাস ধরে অশান্ত রাজ্যটির একাধিক এলাকায় প্রায়ই খুনোখুনি হচ্ছে। এক পক্ষ অন্য পক্ষের ঘর-বাড়িতে আগুন দিচ্ছে। মণিপুরে বিগত চার মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে এ পর্যন্ত ১৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। সূত্র; বিডি প্রতিদিন।
আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের ঠিক আগে এই পরীক্ষা চালাল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়া দুটি অচিহ্নিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এর বেশি কিছু জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, আরও বিশ্লেষণ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। দিকে, জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, ধারণা করছি, দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এবং ক্ষেপণাস্ত্র দুটি সাগরে পড়েছে। সূত্র: আজকের পত্রিকা।
সাফল্যের পর বিতর্কের মুখে মোদি
ভারতে জি-২০ সম্মেলন শুরুর আগে লোগোতে পদ্মফুল কেন, এমন প্রশ্ন তুলেছিল ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিরোধীরা। কিন্তু বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি দেখান ম্যাজিক। তার প্রস্তাবে জি-২০ জোটে এসেছে আফ্রিকান ইউনিয়ন। এ ছাড়া জি-২০ শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ সংক্রান্ত রেকর্ড পরিমাণ বিষয়ে ঐকমত্যে গৃহীত হয় ‘দিল্লি ঘোষণা’। যে ঘোষণায় ইউক্রেন বাদে যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সব দেশ সন্তোষ প্রকাশ করে। কিন্তু সম্মেলন শেষ হতে না হতেই ঘরে-বাইরে বিতর্কের মুখে পড়েছে মোদির সাফল্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সংবাদ সম্মেলনে কথা বলতে না দেওয়ার অভিযোগের পর এবার সম্মেলন ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী দল কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি তৈরির জন্য অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে সরকার। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সভাপতিত্বে জি-২০ সম্মেলন আয়োজনের জন্য গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ৯৯০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ রাখেন। সরকারি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা অনলাইনের খবরে বলা হয়, অথচ সম্মেলন উপলক্ষে দিল্লিকে ঢেলে সাজানোর জন্যই ৪,১০০ কোটি রুপি খরচ করেছে সরকার। বিরোধী দলগুলোর অভিযোগ, জি-২০ সম্মেলন ঘিরে গোটা দিল্লি মুড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে। সূত্র: দেশ রুপান্তর
বিয়ের অনুষ্ঠানে ভালুক
অবশ্যই সে নিমন্ত্রিত অতিথি ছিল না। তাই রাগ কিংবা ক্ষোভ থেকেই কি না, কে জানে? অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে ভালুকটি। এরপর যা হওয়ার তাই হলো। আতঙ্কিত অতিথিরা চিৎকার-চেঁচামেচি করে যে যেদিকে পারলেন ছুটে গেলেন। ডাইনিং টেবিল, চেয়ার সব লণ্ডভণ্ড। অথচ যার জন্য এ অবস্থা, সে কিন্তু বেশ ঠাণ্ডা মেজাজেই ছিল। ধীরপায়ে এগিয়ে গিয়ে সোজা ডেজার্টের টেবিলে উঠে পড়ল। নিমেষেই সাবাড় করল লেমন বার, ক্যানোলিসহ মজাদার সব আইটেম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এ ঘটনা ঘটে। মূলত খাবারের সন্ধানেই বিয়ের অনুষ্ঠানে হানা দেয় ভালুকটি। এরপর তো সব ক্যামেরা নবদম্পতির থেকে সরে গিয়ে ভালুকের ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়ে। সূত্র: দেশ রুপান্তর
সুনামির মতো বন্যায় লিবিয়ায় অন্তত ২৩০০ মানুষের মৃত্যু, নিখোঁজ ১০ হাজার
লিবিয়ায় সুনামির মতো বন্যায় সাগরে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করতে রীতিমত লড়াই করতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। বন্যায় দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডেরনা শহরের অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২৩০০ মানুষ মারা গেছে এই বন্যায়।শহরের দুটি বাঁধ ও চারটি সেতু ধ্বসে গেছে এবং এর ফলে রোববার ঘূর্ণিঝড় ড্যানিয়েলে ভেসে গেছে শহরের বড় একটি অংশ।রেড ক্রিসেন্ট বলছে প্রায় ১০ হাজার মানুষ এখনো নিখোঁজ আছে এবং মৃত্যুর সংখ্যাও আরও বাড়তে পারে।কিছু উদ্ধার তৎপরতা সেখানে শুরু হয়েছে, যাতে এগিয়ে এসেছে মিশরও। তবে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে এ তৎপরতা কিছু বাধাগ্রস্ত হচ্ছে। দেশটি এখন দুটি সরকারের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে আছে। সূত্র; বিবিসি বাংলা।
জাস্টিন ট্রুডোকে প্লেন দিতে চেয়েছিল ভারত, সেটিতে চড়েননি তিনি!
নয়াদিল্লিতে সদ্যই শেষ হওয়া জি-২০ সম্মেলনে অংশ নিতে বিশেষ বিমানে করে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সম্মেলন শেষে যখন তিনি নিজ দেশে ফিরে যাবেন— ঠিক তখন তার সেই বিশেষ প্লেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।আর এমন অনাকাঙ্খিত ঘটনায় দিল্লিতে আটকা পড়ে যাওয়ার পর ট্রুডোকে নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ প্লেনে করে কানাডা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে সেই প্লেনে চড়েননি কানাডার প্রধানমন্ত্রী। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই বিশেষ প্লেনে করে নয়াদিল্লিতে এসেছিলেন। এরপর রোববার রাতে তিনি আবার ওই প্লেনে করে যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সমস্যাটি ধরা পড়ে। কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, প্লেনের একটি যন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল। যেটি পুরোপুরি পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সূত্র: ঢাকা পোস্ট