আমাজন রাজ্যে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য রয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) ঝড়ো আবহাওয়ার মধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বার্সেলোসে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় প্লেনটি।
অ্যামাজোনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে শহরের দিকে যাচ্ছিল ছোট প্লেনটি। এসময় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল এবং পাইলট অসাবধানতাবশত রানওয়ের মাঝপথেই অবতরণ শুরু করে দিয়েছিলেন।


এর ফলে প্লেনটি ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়। এতে ১২ যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছেন।
বিমানের কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। বিমানটি মানাউস থেকে বার্সেলোসে যাচ্ছিল।
বিমানের ১২ আরোহী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গভর্নর। তিনি বলেন, শুরু থেকেই আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।
এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
মানাউস অ্যারোট্যোক্সির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই কঠিন সময়ে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করছি এবং তদন্তের অগ্রগতির সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আপডেট প্রদান করতে থাকব।’
অবশ্য ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। যদিও রয়টার্স সেসব তথ্য নিশ্চিত করতে পারেনি।
ব্রাজিলের বিমান বাহিনী এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।