আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

হামাস ও রাশিয়া একই রকম, কাউকে জিততে দেব না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস ও রাশিয়া একই রকমের। উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু কাউকেই জিততে দেওয়া হবে না। ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের জেরে তেল আবিব সফর করেন বাইডেন। সেখান থেকে ফিরে এই ভাষণ দেন তিনি। বাইডেন বলেন, ‘একটি মহান জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।’ ভাষণে বাইডেন আরও বলেন, হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন হুমকি দিয়ে বেড়ায়। তবে উভয়ের সাধারণ হুমকি হলো, প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চাওয়া। ইউক্রেন ও ইসরায়েলকে বড় ধরনের সহায়তা দেওয়ার কথাও জানান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই দুই দেশের জন্য সহায়তা প্রস্তাব ছাড় দিতে কংগ্রেসকে বলবেন তিনি। বাইডেনের মতে, এই সহায়তা বৈশ্বিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।

ইসরায়েলি হামলার প্রতিবাদ বিক্ষোভে গ্রেপ্তার ৫০০

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ কর্মসূচি থেকে কমপক্ষে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মার্কিন কংগ্রেস ভবনে যুদ্ধবিরোধী এই বিক্ষোভ থেকে আন্দোলনকর্মীদের গ্রেপ্তার করা হয়। ‘জিউস ভয়েস ফর পিস (শান্তির পক্ষে ইহুদি কণ্ঠস্বর)’ শীর্ষক ব্যানারে এই কর্মসূচি হয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের লবিতে অবস্থান নিয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করতে থাকে। এ সময় তারা ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং ইসরায়েল রাষ্ট্রের বর্বরতার বিরুদ্ধে স্লোগান তোলে। ১০ হাজার মানুষের এই জমায়েত যুদ্ধের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। সূত্র: কালের কণ্ঠ

হামাস যোদ্ধাদের যে কৌশলে হত্যা করল এক ইসরাইলি নারী

হামাস-ইসরাইল সংঘাতের শুরুর পর রাচেল এদ্রি নামে এক ইসরাইলি নারীর বাড়িতে প্রবেশ করেছিল হামাস যোদ্ধারা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ওই নারী তাদের চা ও বিস্কুট খেতে দিয়েছিলেন। ইসরাইলি বাহিনী এসে হামাস যোদ্ধাদের হত্যা করার আগ পর্যন্ত তাদের ব্যস্ত রেখেছিলেন ওই নারী। খবর এপি।এ ঘটনার পর ওই নারী ইসরাইলি নায়ক হয়ে উঠেছেন। শুধু তাই নয় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝটিকা সফরের সময় এদ্রি তার সঙ্গে দেখা করেছিলেন। সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়, গত ৭ অক্টোবর হামাস যখন দক্ষিণ ইসরাইলে হামলা চালায় তখন ৬৫ বছর বয়সী নারী এদ্রির বাড়িতেও গ্রেনেড নিয়ে হাজির হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ যোদ্ধারা। তখন দ্রুত বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি। কী ঘটেছিল সেদিন? এপিকে রাচেল এদ্রি বলেন, ‘হামাসের একজন আমাকে বলেছিল—তুমি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলে।’তখন আমি তাকে বলেছিলাম—‘আমি সত্যিই তোমার মায়ের মতো। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার যত্ন নেব। তোমার কি দরকার?’ এপি জানায়, হামাস যোদ্ধাদের একজন বন্দুকধারী এদ্রির মুখে বন্দুকের বাট দিয়ে আঘাত করার পরও এদ্রি তাকে শান্ত করেছিলেন। তিনি তাদের আনারস, চা ও মরক্কোর কুকিজ পরিবেশন করেছিলেন। ওই বৃদ্ধ নারী তাদের আরবি গান গেয়ে শুনিয়ে ব্যস্ত রেখেছেন। এসময় হামাস যোদ্ধাদের কোক জিরো খেতে দিলে তারা বলেন, তারা কোকা কোলা পছন্দ করেন। সূত্র: যুগান্তর

Nagad

গাজার অর্ধেক মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, গাজায় মোট জনসংখ্য প্রায় ২৩ লাখ। ইসরায়েলি আগ্রাসনের কারণে অধিকৃত গাজার প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গতকাল আল জাজিরা এ খবর জানিয়েছে। জাতিসংঘের সর্বশেষ মানবিক তথ্য অনুসারে, এর মধ্যে সাড়ে ৩ লাখ মানুষ মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত স্কুলে আশ্রয় চাচ্ছে।ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থাকে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে এমন একটি ভয়াবহ স্কুল রয়েছে। সেখানে প্রায় ৪ হাজার বাস্তুচ্যুত মানুষকে অভ্যন্তরীণভাবে (আইডিপি) আশ্রয় দিয়েছে সংস্থাটি। এখানেও ইসরায়েল বিমান হামলা করেছে। গত সোমবার বিকালে ওই বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অন্যদিকে হামাসের হামলায় অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন।

২৪ ঘণ্টায় ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ৪ হামলা

২৪ ঘণ্টার ব্যবধানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পৃথক চারটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। খবর- রয়টার্স ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সেখানে মার্কিন সেনা ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সেনারা রয়েছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘাঁটির আশেপাশের এলাকা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্র: সমকাল

১৩ দিনে ইসরায়েলের হামলায় ১৫২৫ ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ১৩ দিনে ১৫২৫ শিশুসহ ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের এক হাজার নারীও রয়েছে। খবর রয়টার্সের।অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে দুই শত জনের বেশি ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিককে অপহরণ করে হামাস যোদ্ধারা গাজায় জিম্মি করে রেখেছে বলে ইসরায়েল দাবি করছে। এদিকে, গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।এছাড়া, মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। আলাদা এ দুটি হামলায় আরও অন্তত ১২ জন নিহত হয়েছে এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। সূত্র; দেশ রুপান্তর

রেকর্ড গড়ে মিড বেডফোর্ডশায়ার আসন জয় যুক্তরাজ্য লেবার পার্টির

যুক্তরাজ্যের মিড বেডফোর্ডশায়ারের একটি আসনে অনুষ্ঠিত সংসদীয় উপনির্বাচনে জিতে ইতিহাস গড়ল লেবার পার্টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ফেস্টাস আকিনবুসোয়ের চেয়ে ১ হাজার ১৯২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন লেবার পার্টির প্রার্থী অ্যালিস্টার স্ট্রাথার্ন। ১৯৩১ সাল থেকেই আসনটি ধরে রেখেছিল কনজারভেটিভ পার্টি।
২০১৯ সালের নির্বাচনে আসনটিতে প্রায় ২৫ হাজার ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন কনজারভেটিভ পার্টির নাদিন ডরিস। প্রাক্তন এই ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগের ফলেই শূন্য হয় এই আসন।ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উপনির্বাচনটিতে ভোটদানের হার ছিল ৪৪ শতাংশ। গত সাধারণ নির্বাচনেই ভোটের হার ছিল ৭৪ শতাংশ। স্টাফোর্ডশায়ারের ট্যামওয়ার্থে গত বৃহস্পতিবারের অন্য উপনির্বাচনেও লেবার পার্টি জিতেছে।বিজয়ী বক্তৃতায় অ্যালিস্টার স্ট্র্যাথার্ন বলেন, ‘মিড বেডফোর্ডশায়ারের বাসিন্দারা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছে। গত কয়েক দশক জুড়ে ধরেই নেওয়া হতো তাদের ভোট পাওয়া যাবে। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর, প্রতিনিধিত্ব করার সুযোগ কম পাওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে, এটাই পরিবর্তনের সময়।’ সূত্র: আজকের পত্রিকা।

ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিলো কানাডা

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। দেশটিতে একজন শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হলো। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যে কানাডা ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করেছে বলে কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার জানিয়েছেন।এ ছাড়া ভারতের বিরুদ্ধে অটোয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না বলেও জানিয়েছেন তিনি।গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্র: কালবেলা

বিশ্বজুড়ে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি

হামাস-ইসরায়েল সংঘাতের মাত্রা বৃদ্ধির মধ্যে বিশ্বের নানা প্রান্তে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের জন্য ‘বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা’ জারি করে বলে জানায় বিবিসি। বিবৃতিতে বলা হয়, “বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা, বিক্ষোভ বা যুক্তরাষ্ট্রের নাগরিক ও দেশটির স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার আশঙ্কার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে মার্কিন নাগরিকদের বর্ধিত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।”ইসরায়েল-হামাস চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে। ওই সব বিক্ষোভে কোথাও কোথাও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রাঙ্গন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিক্ষোভকারীরা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেবানন ও ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে অতি জরুরি নয় যুক্তরাষ্ট্র সরকারের এমন কর্মকর্তাদের পরিবার নিয়ে ওই দুই দেশের ছাড়ার পরামর্শও দেওয়া হয়। সূত্র: বিডি নিউজ

গাজা হাসপাতালে বিস্ফোরণের ভিডিও ছবি ও অন্যান্য প্রমাণ যে ইঙ্গিত দিচ্ছে

গাজার জনাকীর্ণ আল-আহলি হাসপাতালে বিস্ফোরণে শত শত মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।হামাস নিয়ন্ত্রিত গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ ঘটনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তুলেছে। ইসরায়েল এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এমন অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সত্য খুঁজে বের করাটা খুবই কঠিন।কী ঘটেছে বা কী ঘটেনি- তা বুঝতে ভিডিও ফুটেজ, স্থির চিত্র, অন্যান্য নথি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তা যাচাই করে দেখার চেষ্টা করবে বিবিসি ভেরিফাই। এছাড়া বিবিসির একজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়েছেন, যেখানে সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই।সব সময়ই নতুন নতুন তথ্য সামনে আসছে, তাই আমরা যত বেশি তথ্য পাবো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে যা জানবো, তার সবই এই প্রতিবেদনে হালনাগাদ করা হবে।আরো মনে রাখতে হবে যে, এই যুদ্ধ শুধু সম্মুখ যুদ্ধ নয় বরং এই সংঘাত এক ধরণের তথ্য যুদ্ধেও পরিণত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা ।