৫ উইকেট হারিয়ে দিন শেষ করল নিউজিল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

বাংলাদেশকে স্পিন দিয়ে কুপোকাত করেছে নিউজিল্যান্ড। নিজেরাও যে একই অস্ত্রে ঘায়েল হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল কি দলটি? ভাবার আগেই যে স্কোরবোর্ডে নেই পাঁচ উইকেট। কিউইরা ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় ৮.২ ওভার আগে। বাংলাদেশের চেয়ে এখনও ব্ল্যাক ক্যাপসরা পিছিয়ে আছে ১১৭ রানে। গ্লেন ফিলিপস ৫ ও ড্যারিল মিচেল ১২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আবার ব্যাট করতে নামবেন।

দলীয় ২০ রানে কিউইদের ওপেনিং জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ১১ রান করা ডেভন কনওয়েকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। চার রান করা টম লাথামকে বানান নুরুল হাসান সোহানের ক্যাচ। প্রথম টেস্টের নায়ক তাইজুল এরপর ফেরান ১ রান করা হেনরি নিকোলসকে। শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে পেরেন নিকোলস।

কেইন উইলিয়ামসন হতে পারতেন বাংলাদেশের মাথাব্যথার কারণ। কিন্তু, তাকে দাঁড়াতেই দেননি মিরাজ। শাহাদাত হোসেন দিপুর ক্যাচ বানিয়ে ১৩ রানে ফেরান এই তারকাকে। একই ওভারে টম ব্লান্ডেলকে শূন্য রানে ফেরান মিরাজ। এবার লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাকে। কিউইদের হয়ে ক্রিজে লড়াই করছেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস।

বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন মিরাজ। দুই উইকেট পান তাইজুল।

এর আগে আজ বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দলীয় ২৯ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। ২৪ বলে ৮ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর :

Nagad

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৬৬. ২ ওভারে ১৭২/১০। (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩* , তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, প্যাটেল ১৭-৭-৫৪-২, স্যান্টনার ২৬-৭-৫৬-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ১২.৪ ওভারে ৫৫/৫*। (লাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, টম ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)।