ঝিনাইদহে অবরোধের সমর্থনে মিছিল থেকে ট্রাক ভাংচুর, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nagad