আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

দেশে ভোগ্য পণ্যের দাম বেড়েছে ৪০০ শতাংশ পর্যন্ত

দেশের নিত্যপণ্যের বাজারে সমন্বয়হীনতা ও মূল্যবৃদ্ধির চিত্র ফুটে উঠেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের নতুন প্রতিবেদনে। তাদের হিসাবে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচ, আদা ও রসুনের দাম পাঁচ বছরের ব্যবধানে ১২ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিছু পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। মূলত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া নিত্যপণ্যের মূল্য তালিকা থেকে ২০১৯ সালের ১ জানুয়ারির মূল্যের সঙ্গে ২০২৩ সালের ২০ ডিসেম্বরের মূল্য তালিকার তুলনা করে এসব তথ্য দিয়েছে সংস্থাটি।গতকাল শনিবার সকালে ধানমণ্ডিতে গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে ‘ইনডিপেনডেন্ট রিভিউ অব বাংলাদেশ ডেভেলপমেন্ট’ (আইআরবিডি) প্রগ্রামের অংশ হিসেবে প্রস্তুত করা ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি ইন এফওয়াই ২০২৩-২৪ (ফার্স্ট রিডিং)’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বৈষম্য আরো প্রকট হচ্ছে। এতে আমরা আবারও এক দেশে দুই অর্থনীতির পথে চলে যাচ্ছি। অথচ দুই অর্থনীতির বিরুদ্ধেই বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম করে গেছেন। সূত্র: কালের কণ্ঠ

চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দিতে ৬ বিয়ে করে হাতিয়েছেন কোটি টাকা: পুলিশ

চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে একের পর এক বিয়ে করেছেন আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আয়নাল হকের ছেলে। বিয়ে করে প্রতারণার আশ্রয় নিয়ে হাতিয়ে নিয়েছেন টাকা। ৬টি বিয়ে করে তিনি মোট ১ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, এমনটাই দাবি রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ শনিবার সংবাদ ব্রিফিং করেন জি এম আবুল কালাম আজাদ। তিনি বলেন, রাজবাড়ীর পাংশা থানা–পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।পুলিশ সুপার বলেন, ‘আমরা তাঁর (আবুল কালাম আজাদ) মোট ছয়টি বিয়ের বিস্তারিত তথ্য পেয়েছি। তবে এলাকাবাসীর ধারণা, তিনি ২০টির বেশি বিয়ে করেছেন। ৬টি বিয়ের মাধ্যমে তিনি এক কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর সঙ্গে একটি বড় চক্র আছে। আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’ সূত্র: প্রথম আলো

লাপাত্তা বিএনপির কেন্দ্রীয় নেতারা
স্থায়ী কমিটির ১৯ ও ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের মধ্যে আটক মাত্র ৯৩ জন। বাকিরা বাড়িতে মোবাইল রেখে সরে পড়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য নেতাদের খুঁজে পাচ্ছেন না কর্মীরা। অপেক্ষায় থাকতে হয় লন্ডনের নির্দেশের। কর্মীরা নাজেহাল

বাড়িতে মোবাইল ফোন রেখে পরিবারের কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে গেছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা। দলের কোনো কর্মসূচিতে তাদের দেখা যাচ্ছে না। শুধু আটকের ভয়ে তারা আর ঘরে ফিরছেন না। অন্যদিকে মামলা না থাকার পরও অনেক জেলা নেতাকে সক্রিয় অবস্থানে আর দেখা যাচ্ছে না। গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কাউকে ফোন করে পাওয়া যায়নি। অন্যদিকে টকশো মুখ ব্যারিস্টার রুমিন ফারহানাও রাজপথের কর্মসূচিতে আসেন না। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অনেকে কারান্তরিন থাকলেও বাইরে যারা আছেন তারা চলছেন গা বাঁচিয়ে। অনেক মাঠপর্যায়ের কর্মীর অভিযোগ, ঝুঁকি নিতে কেউ রাজি নন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, মামলা মোকদ্দমার কারণে নেতারা আত্মগোপনে। সময়মতো সবাই বেরিয়ে আসবে। আন্দোলন থামেনি। আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বিভিন্ন রুটের পাঁচ ট্রেন হঠাৎ বন্ধে দুর্ভোগ

রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছুদিন ধরে রেলে নাশকতার ঘটনা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রুটে রাতে চলাচলকারী কিছু ট্রেন হঠাৎ রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধের পাশাপাশি রেলপথে নিরাপত্তা জোরদার করেছে। তবে ট্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী সাধারণ মানুষ। বিশেষ করে গরিবের ট্রেনখ্যাত দিনাজপুরে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। কারণ চিকিৎসা ও শিক্ষার জন্য উত্তরাঞ্চলের মানুষ কম টাকার ভাড়ার এ ট্রেনের ওপরে ভরসা করতেন বেশি। এ ছাড়া মালপত্র পরিবহনেও দেখা দিয়েছে সংকট। উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন জয়পুরহাট, নাটোরের যাত্রীরাও। বিশেষ করে যারা এই ট্রেনে রাজশাহী-দিনাজপুরসহ আশপাশের জেলা ও উপজেলাতে অফিস করতে আসতেন তাদের দুর্ভোগের শেষ নেই। পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বলেন, উত্তরা এক্সপ্রেস গভীর রাতে পার্বতীপুর থেকে ছেড়ে আসত। নাশকতার আশঙ্কায় আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। পরিবেশ অনুকূলে এলে ট্রেন আবার চালু করা হবে। সূত্র: সমকাল

ভোটের প্রচারে আচরণবিধি লঙ্ঘন ও সংঘাত
প্রার্থিতা বাতিলের পথে ইসি
আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ কয়েকজনকে তলব করা হচ্ছে * আরও কয়েক প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা হচ্ছে

নির্বাচনে প্রার্থিতা বাতিলের মতো দৃশ্যমান কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকদের সংঘাত-সহিংসতায় জড়িয়ে পড়া, প্রতিপক্ষকে মারধর এবং সতর্ক করার পরও আচরণ বিধিমালা বারবার লঙ্ঘন করায় এমন ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইসিতে আলোচনা হয়। তবে প্রার্থিতা বাতিলের আগে সংশ্লিষ্ট প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে ইসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে। এর মধ্য দিয়ে অন্য প্রার্থী, তাদের সমর্থক ও প্রশাসনের কর্মকর্তাদের ‘সতর্ক বার্তা’ দিতে চায় কমিশন। এছাড়া আরও কয়েকজন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত আসছে। বরগুনা-১ আসনের বর্তমান সংসদ-সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ কয়েকজনকে কমিশনে তলব করা হচ্ছে। পক্ষপাতের অভিযোগে কয়েকজন ডিসি, এসপি, ইউএনও এবং ওসিকে বদলি বা প্রত্যাহার করার পরিকল্পনা রয়েছে। শনিবার ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডের ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি-সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। সুত্র: যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনউত্তাপ নেই ৪ মন্ত্রীর আসনে

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ৫টিতে নির্বাচন করছেন বর্তমান সরকারের চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। রাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও দলের নেতা-কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ করে দেয়। এ ছাড়া তৃণমূল বিএনপিসহ নতুন নিবন্ধিত দলগুলোও রয়েছে নির্বাচনে। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছে জাকের পার্টি। ফলে সার্বিক বিবেচনায় অন্যান্য আসনের চেয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর আসনগুলোয় বিশেষ নজর সিলেটবাসীর।বিভাগের সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মৌলভীবাজার-১ আসনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পাঁচজনই দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও একাদশ জাতীয় সংসদের সদস্য। সূত্র: আজকের পত্রিকা ।

‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ‍আজ তালিকায় দ্বিতীয়

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল পৌনে ১১টায় ২৪৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে ১০টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। আজ ৪৪৩ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ভারতের শহর দিল্লি। তৃতীয়তে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৩৩। আর ২২১ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ভারতের আরেক শহর কোলকাতা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সুত্র; দেশ রুপান্তর

৭১ বছরে পদার্পণ
ইত্তেফাক, বাংলাদেশ ও সাংবাদিকতার দাবি

গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৭১ বছরে পা দিল আজ। এ এক দীর্ঘ পথচলা। গত সাত দশক ধরে ইত্তেফাক প্রকাশিত হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দৈনিক ইত্তেফাক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে চলেছে। তফাজ্জল হোসেন মানিক মিয়া যে আপসহীন যাত্রা শুরু করেছিলেন, পরবর্তী প্রজন্মের হাত ধরে তা আজও এগিয়ে চলেছে। এই পথচলা খুব মসৃণ ছিল না। আমাদের প্রাণের এই বাংলাদেশের জন্মেরও আগে ছয় দফা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং রক্তের দামে কেনা সেই দেশের উন্নয়নের পথযাত্রা—প্রতিটি পদক্ষেপ ইত্তেফাক গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সময়ের দাবি মিটিয়ে সংবাদ পরিবেশন করেছে। ইত্তেফাক সবসময় সত্য ও দেশের স্বার্থের প্রতি অবিচল থেকেছে। মুক্তিযুদ্ধ দৈনিক ইত্তেফাকের নিরন্তর প্রেরণার উৎস। সূত্র: ইত্তেফাক

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারীর মৃত্যু
পুলিশ বলছে, ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়।

যশোরে ঘন কুয়াশার মধ্যে রেল ক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজনের প্রাণ গেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে যশোর রেল পুলিশের পরিদর্শক শাহিদুল ইসলাম জানান।নিহতদের মধ্যে পারভেজ (২৬) ওই ট্রাকের চালক, তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। সূত্র: বিডি নিউজ