আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

ভারত মহাসাগরে ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান: পেন্টাগন

ইরান থেকে ছোড়া একটি ড্রোন ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাংকারে আঘাত হেনেছে। ইরান এই ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।পেন্টাগনের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জাপানের মালিকানাধীন ‘কেম প্লুটো’ নামে মোটরচালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। নেদারল্যান্ডস পরিচালিত রাসায়নিক ট্যাংকারটিতে গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় সকাল ৬টায়) ইরান থেকে ছোড়া ড্রোনটি আঘাত করে। ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ওই ট্যাংকারে আঘাত করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত শুরুর পর আঞ্চলিক যে উত্তেজনা চলছে, এ ঘটনায় তা আরও বাড়বে। জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি হবে।গাজায় ইসরায়েলের হামলার প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও তাদের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। সূত্র: প্রথম আলো

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে সিএনএনের বিশ্লেষণ
‘ভিয়েতনাম যুদ্ধের পর এমন ধ্বংসের চিত্র দেখা যায়নি’
► উপগ্রহ থেকে পাওয়া ছবিতে ৪০ ফুট ব্যাসের পাঁচ শতাধিক গর্তের চিত্র উঠে এসেছে

হামলা শুরুর প্রথম মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার হাজার পাউন্ড বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এসব বোমার বেশির ভাগই এক হাজার ফুটের বেশি এলাকাজুড়ে হত্যা কিংবা জখম করতে সক্ষম। সিএনএন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান সিনথেটিকের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। গাজায় প্রথম মাসে ইসরায়েলি বাহিনী যত বোমা হামলা চালিয়েছে, ভিয়েতনাম যুদ্ধের পর আর এমনটা দেখা যায়নি বলে সাবেক মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ও জাতিসংঘের সাবেক যুদ্ধাপরাধ বিষয়ক তদন্তকারী মার্ক গারলাসকো বলেছেন। উপগ্রহ থেকে পাওয়া ছবিতে যুদ্ধের প্রথম দিকের ৪০ ফুট ব্যাসের পাঁচ শতাধিক গর্তের চিত্র উঠে এসেছে। দুই হাজার পাউন্ড ওজনের বোমার আঘাতে তৈরি হয়েছে এসব গর্ত। এসব বোমা ইরাকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব বোমা ফেলেছিল তার চেয়েও চার গুণ বেশি ওজনের।ভারী এসব যুদ্ধাস্ত্রের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের তৈরি। সূত্র: কালের কণ্ঠ

ফিলিস্তিনে বিমান হামলায় এক পরিবারের ৭৬ জন নিহত
বাড়ি-ঘর, কল-কারখানা খামার, মিল এবং বেকারিতে ক্রমাগত বোমা হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করা হচ্ছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় একটি যৌথ পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন। বার্তাসংস্থা এপি গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি পরিবারের সদস্যরা নিহত হন। এই পরিবারের ১৬ জন প্রধান কর্তা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলাটি যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী ছিল। নিহতদের মধ্যে রয়েছেন ইসাম আল-মুগারাবি নামের এক ব্যক্তি। তিনি জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ছিলেন। ইসরায়েলিদের হামলায় তার স্ত্রী ও পাঁচ সন্তানও প্রাণ হারিয়েছেন। ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসাম ও তার পরিবারের মৃত্যু আমাদের গভীর শোকাহত করেছে। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য নয়। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।’ গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

মধ্য আমেরিকার নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র‍্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। শনিবারের এই বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। খবর ডয়েচে ভেলের-রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশুসহ ১৯ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র‍্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।নিহতদেরর প্রতি সমবেদনা জানিয়ে মুরিলো বলেন, এটি আমাদের দুর্ভাগ্য। সূত্র: সমকাল

জান্তার ভয়ে গুহায় বাস
বিদ্রোহীদের দখলে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর

হঠাৎ বিকট শব্দ (বোমা বিস্ফোরণ)। পরক্ষণেই গোলাগুলি। কখনো এক বা দুই ঘণ্টা, কখনো সারা দিন। বেলা-অবেলা বা দিন-রাত বলে কিছু নেই-মিয়ানমারের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোতে এখন সারা বেলায় যুদ্ধাবস্থা। থমথমে পরিবেশ। শুধু শান রাজ্যের শহরগুলো নয়-সব রাজ্যেই একই অবস্থা। জান্তা উৎখাত ‘তপস্যা’র ‘পূজা-অর্চনা’ এখন মিয়ানমারের পাহাড়ি শহরগুলোর অলিতে-গলিতে। যেখানে সেখানে রক্তের দাগ। গুলিতে ঝাঁজরা হয়ে আছে ইটের দেওয়ালগুলো। ঘরবাড়ি পুড়ে ছাই। এককথায় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন এবং সামরিক বাহিনীর সংঘর্ষে অসহায় হয়ে পড়েছে দেশটির নাগরিক জীবন। দুপক্ষের লড়াইয়ে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ক্ষমতা ধরে রাখার নেশায় নিরীহ মানুষের ওপর সমানতালে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। নিরুপায় হয়ে পরিবার-পরিজনসহ লোটাকম্বল গুছিয়ে গভীর জঙ্গলে ছুটছে স্থানীয়রা। অনেকেই আবার পাহাড় খুঁড়ে খুঁড়ে তৈরি করছে ‘গুহাবাড়ি’। জান্তার ভয়ে ভিটে-মাটি ছেড়ে বাস করছে সেখানে! দ্য ইরাবতি, এএফপি, গার্ডিয়ান, আলজাজিরা।গ্রামীণ মিয়ানমারের বেশিরভাগ মানুষেরই এখন এই দশা। প্রাণ বাঁচাতে ফিরে গেছেন আদিম জীবনে! শুরুটা ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকেই। দেশটির নির্বাচিত সরকারকে সেদিন অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ক্ষমতা দখল করে সামরিক সরকার। রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়া চলমান অরাজকতার গোড়াপত্তনটাও সেদিনই। আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে সামরিক বাহিনী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীদের সংঘর্ষ। পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে আসে চলতি বছরের গোড়ার দিকে। অক্টোবরে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ গঠন করে জোর অপারেশন শুরু করে তিন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী-তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), ও আরাকান আর্মি (এএ)। নতুন নামে জান্তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ‘অপারেশন-১০২৭’। সূত্র: যুগান্তর

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা অন্তত ১০০

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর নির্বিচার হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত ১০০ সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মাদ আবু হায়েদি গাজা শহরের পূর্বে তাঁর বাড়িতে নিহত হওয়ার পর এ তথ্য জানিয়েছে গাজার সরকারি জনসংযোগ বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। গাজার সরকারি জনসংযোগ বিভাগ সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু হায়েদি শহীদ হওয়ার পর গাজা উপত্যকায় নৃশংস যুদ্ধে নারী ও পুরুষ মিলিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।তবে নিহত সাংবাদিকের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে জানিয়েছে গাজার কর্মকর্তারা। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের একটি সমীক্ষা অনুযায়ী, আল জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকা সহ অন্তত ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। সূত্র: আজকের পত্রিকা ।

নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি বাদ
‘যেন ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি হত্যার লাইসেন্স’

যুক্তরাষ্ট্রের বিরোধীতায় গাজায় যুদ্ধবিরতি বাদ দিয়ে কেবল ত্রাণ সরবরাহের প্রস্তাব পাস করতে পেরেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এটা ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলকে লাইসেন্স দেওয়ার শামিল বলে মনে করেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গাইত। শুক্রবার (২২ ডিসেম্বর) যুদ্ধবিরতির প্রসঙ্গ বাদ দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস হয়। ওই প্রস্তাবে শুধু গাজায় মানবিক সহায়তা জোরদারের কথা বলা হয়েছে। আবুল গাইত বলেন, গাজায় মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ছিল এ যুদ্ধ বন্ধে জোড়ালো আবেদন তোলা।গাজায় স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব পাসের আয়োজন করে জাতিসংঘ। কিন্তু এতে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার কারণে গাজায় শুধু মানবিক সহায়তা বাড়ানোর প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তাবটি ঝুলে ছিল। সূত্র: দেশ রুপান্তর

আবারও করোনার হুমকিতে বিশ্ব
এক মাসে রোগী বেড়েছে ৫২ শতাংশ

বিশ্ব জুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সবশেষ চার সপ্তাহে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগী বেড়েছে প্রায় ৫২ শতাংশ। এই সময় নতুন করে সাড়ে ৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। ডব্লিউএইচওর তথ্যমতে, আগের ২৮ দিনের তুলনায় গত চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় আট শতাংশ বেড়েছে। এই সময়ে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ।সংস্থাটির হিসাবে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৭৭ কোটি ২০ লাখ মানুষ। প্রাণ হারিয়েছেন ৭০ লাখেরও বেশি। ডব্লিউএইচও আরো জানিয়েছে, গত ২৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ। গুরুতর অসুস্থ হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়েছে ১ হাজার ৬০০ জনকে। আগের ২৮ দিনের তুলনায় এদের হার বেড়েছে যথাক্রমে ২৩ শতাংশ ও ৫১ শতাংশ। বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সম্প্রতি করোনা ভাইরাসের জেএন.১ ধরনটিকে পৃথক ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিকে এতদিন করোনার বিএ.২.৮৬ ধরনের একটি অংশ হিসেবে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ গণ্য করা হতো। সূত্র: ইত্তেফাক

লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা
হামলার শিকার ট্যাঙ্কারটির নাম এম/ভি সাইবাবা। গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়। লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে রোববার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানায় এনডিটিভি।হামলার শিকার ট্যাঙ্কারটির নাম এম/ভি সাইবাবা। গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয়। ওই দিন ভোরে আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী আরেকটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরান অভিযোগ অস্বীকার করেছে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, হুতি বিদ্রোহীরা ‘তাদের নিজেদের সিদ্ধান্তে এবং সক্ষমতায়’ এসব হামলা চালাচ্ছে। সূত্র: বিডি নিউজ

রাজনীতিতে উত্তরাধিকার বা পরিবারতন্ত্র কি আরো বিস্তৃত হলো

বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় প্রধান রাজনৈতিক দলগুলোতে পরিবারতন্ত্র পুরনো বিষয় হলেও এবারের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এটি আরও বিস্তৃতি লাভ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে গত পনের বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগে এবার নতুন করে যারা মনোনয়ন পেয়েছেন তাদের অনেকেই দলটির পুরনো নেতাদের ছেলে বা মেয়ে। তাদের কেউ বাবার মৃত্যুর কারণে আবার কেউ বাবার অসুস্থতা বা বার্ধক্যজনিত নিষ্ক্রিয়তার কারণে রাজনীতিতে এসেছেন।এর আগে ২০১৮ সালের নির্বাচনে বিএনপিও মনোনয়নের ক্ষেত্রে অনেক জায়গায় প্রয়াত কিংবা বয়োবৃদ্ধ নেতাদের সন্তানদের বেছে নিয়েছিলো।রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছেন, দলগুলোতে গণতন্ত্রের চর্চা না থাকা এবং দেশে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া না থাকার কারণেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পরিবারতন্ত্র প্রকট আকার ধারণ করছে। সূত্র: বিবিবি বাংলা ।