আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

মণিপুরে আবার সহিংসতা, নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গতকাল সোমবার নতুন করে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। সহিংসতায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থৌবল জেলায় একদল দুষ্কৃতকারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অস্ত্রধারী কারা, তা অবশ্য শনাক্ত করা যায়নি। হামলার পর অস্ত্রধারীদের ব্যবহার করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ অধিবাসীরা।স্থানীয় এক অধিবাসী বলেন, অস্ত্র নিয়ে একদল লোক এখানে এসেছিল। তারা একজন লোকের সঙ্গে কথা বলছিল। একসময় তাদের সংঘাত বেধে যায়। একটু পরেই তারা গুলি ছুড়তে শুরু করে।মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার ঘটনার নিন্দা জানান। তিনি শান্তি বজায় রাখতে স্থানীয় মানুষদের প্রতি আহ্বান জানান। ভিডিও বার্তায় বীরেন সিং বলেন, ‘নিরীহ মানুষের এই প্রাণহানিতে আমি গভীরভাবে অনুশোচনা জানাচ্ছি। দুষ্কৃতকারীদের ধরতে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। আমি অনুরোধ করছি, দুষ্কৃতকারীদের ধরতে সরকারকে সহযোগিতা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সরকার আইন মেনে ন্যায়বিচারে জন্য সম্ভাব্য সবকিছু করবে।’ সূত্র: প্রথম আলো

জাপানে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা
* পাঁচ ঘণ্টায় রেকর্ড ৫০ বার কম্পন * ধ্বংসস্তূপে চাপা পড়েছে কয়েকজন

নতুন বছরের প্রথম দিন জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩০টি বাড়ি ধসে পড়েছে এবং রাস্তাঘাটে বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়েছে। ভূমিকম্পের কারণে প্রথমে বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হলেও পরে এর মাত্রা কমানো হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে জাপান সাগরের উপকূলীয় নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রথমে ১৫ ফুট উঁচু সুনামির আশঙ্কার কথা বলে উপকূলবর্তী অঞ্চলের লোকজনকে উঁচু স্থানে সরে যেতে বলা হয়।আবহাওয়া বিভাগ বলেছে, পাঁচ ঘণ্টার মধ্যে মধ্য জাপানে ৩.৪ থেকে ৭.৬ মাত্রার রেকর্ডসংখ্যক অন্তত ৫০টি কম্পন অনুভূত হয়। সামনে আরো ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছিল আবহাওয়া বিভাগ। সূত্র: কালের কণ্ঠ

রকেট ছুড়ে প্রতিক্রিয়া হামাসের

ফিলিস্তিনের গাজায় নতুন বছরের শুরুতে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো ব্যাপক হামলা চালিয়েছে। তবে গতকাল ছেড়ে কথা বলেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়ে হামাসের যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে, গাজায় ‘বেসামরিকদের বিরুদ্ধে গণহত্যার’ প্রতিক্রিয়ায় এসব রকেট ছোড়া হয়েছে। এদিকে রবিবার দিনভর ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার পর রাতে গাজা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হতে ‘আরও অনেক মাস’ লাগবে। তার এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইতোমধ্যে ইসরায়েলি হামলায় গাজার এক শতাংশ বাসিন্দা নিহত ও ভূখণ্ডটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও যুদ্ধ থামছে না। এতে করে ফিলিস্তিনি-ইসরায়েল সমস্যার দ্বি-রাষ্ট্রীক সমাধানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, জানিয়েছে রয়টার্স। ১২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ২১৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইতোমধ্যে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। আংশিক সেনা প্রত্যাহার করছে ইসরায়েল : অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। গাজায় আসন্ন অভিযানের আগে আরও শক্তি অর্জন করে এসব সেনাকে নতুনভাবে যুদ্ধের ময়দানে নামানোর লক্ষ্যে সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে। এ খবরটি জানিয়েছে রয়টার্স-ম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের অর্থনীতিতে সহায়তা করার জন্য আংশিকভাবে সংরক্ষিত যোদ্ধাদের বেসামরিক জীবনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কেননা, গাজায় চলমান এ যুদ্ধ নতুন বছরে আরও দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফর করেন তিনি। সেখানে সংবাদ সম্মেলন করার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন। কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেছিলেন। একজন তার ঘাড়ে কাপড় চাপা দিয়ে ধরে ছিলেন।লি জায়ে-মিউংকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরে তার শরীর থেকে রক্তপাত হয়েছে। তবে তিনি জ্ঞান হারাননি।সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন। তার সমর্থকের ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন।লি জায়ে-মিউং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন। সূত্র: সমকাল

পশ্চিম তীরে ১৪ বছরে ১০ হাজার বাড়ি ভেঙেছে ইসরায়েল, ক্ষতিগ্রস্ত ৬ লাখ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছরে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এই সময়ে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ৬ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনাইটেড ন্যাশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা ইউএনওসিএইচএ-এর এক বিশেষ গ্রাফিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউএনওসিএইচএর তথ্য অনুসারে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০২৩ সালে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এই ১৪ বছরে ১০ হাজার ২৪৭টি বাড়িঘর বা বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজার ৩৭৪ জন এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ মানুষ। পশ্চিম তীরের জেরুসালেম, তুবাস, হেবরন ও রামাল্লায় সবচেয়ে বেশি পরিমাণ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলিরা। ইউএনওসিএইচএর হিসাব অনুসারে, সবচেয়ে বেশি বাড়িঘর ও অবকাঠামো ভাঙা হয়েছে জেরুসালেমে। অঞ্চলটিতে বিগত ১৪ বছরে ৩ হাজার ৪৫টি অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ৫ হাজার ৫২৫ জন ফিলিস্তিনি। সূত্র: আজকের পত্রিকা।

আদভানির ফসল মোদির গোলায়

আগামী ২২ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে বহুল আলোচিত-সমালোচিত রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। আগামী লোকসভা নির্বাচনের আগ দিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মন্দির-আবেগ আরেকটু চড়িয়ে তৃতীয় দফায় ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর। আজ থেকে তিন দশকেরও বেশি সময় আগে উত্তরপ্রদেশের যে সাম্প্রদায়িক জোয়ারের ওপর দাঁড়িয়ে আজকের রাম মন্দির মাথা তুলে দাঁড়াচ্ছে, তাতে মূল ক্রীড়নকের ভূমিকায় থাকা ব্যক্তিটির নাম ছিল লালকৃষ্ণ আদভানি যিনি ভারতের রাজনীতিতে এলকে আদভানি নামেই পরিচিত। তবে এখন আদভানি আড়ালে চলে গেছেন। প্রচারের সব আলো কাড়ছেন বিজেপির ‘এক এবং একমাত্র’ মুখ নরেন্দ্র দামোদার দাস মোদি। ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির ‘জয়রথ’ এখন তারই হাতে। ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, বিজেপির রাজনৈতিক পুঁজি গড়েই তুলেছেন এলকে আদভানি। রাম মন্দির আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দিতে আদভানি ‘রাম রথযাত্রা’ শুরু করে দেশব্যাপী যে সাম্প্রদায়িক জোয়ার তুলেছিলেন, বিজেপির অন্যতম রাজনৈতিক মূলধন মূলত সেটাই। সূত্র: দেশ রুপান্তর

গাজায় প্রাণহানি পৌঁছেছে ২২ হাজারে

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় ২২ হাজার। খবর আনাদোলু এজেন্সি।
গতকাল সোমবার (১ জানুয়ারি) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইডিএফের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি।মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজায় ইসরায়েলি হামলার ৮৭তম দিনের তথ্য জানান এক বিবৃতিতে। তিনি বলেন, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।
আল-কুদরা বলেন, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ৩২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে আইডিএফ। ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংসের পাশাপাশি ১৫০টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার ৯৯ জন কর্মীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তির বিষয়ে এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান আল-কুদরা। সূত্র: বণিক বার্তা ।

লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান

ইসরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির মধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান।
দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার (১ জানুয়ারি) ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে। বাব এল-মান্দাব প্রণালি হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে যুদ্ধজাহাজ আলবোর্জ। তবে লোহিত সাগরে যুদ্ধজাহাজটিকে কেন মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নিউজ এজেন্সিটি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী, আলভান্দ ধাঁচের ওই যুদ্ধজাহাজ ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালীতে টহল দিয়েছিল এটি।
এর আগে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর লোহিত সাগরে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্কের কনটেইনারবাহী জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে তাদের আর কোনো জাহাজ চলাচল করবে না বলে ঘোষণা দেয়। সূত্র: বাংলানিউজ

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত
লির ঘাড়ের বাম দিকে আঘাত করা হয়েছে। তিনি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন। দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা লি জে-মাইউংকে এক সংবাদ সম্মেলন চলাকালে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে ঘটনাটি ঘটেছে, জানিয়েছে বার্তা সংস্থা ইয়ুনহ্যাপ। লির ঘাড়ের বাম দিকে আঘাত করা হয়েছে। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন।এ ঘটনার পর হামলাকারী পুরুষকে আটক করা হয়েছে।য়ুনহ্যাপ জানিয়েছে, হামলার প্রায় ২০ মিনিট পর লিকে একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময়ও তার জ্ঞান ছিল। সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হামলাকারীর বয়স পঞ্চাশ বা ষাটোর্ধ্ব হতে পারে। জানা গেছে, অটোগ্রাফ নেওয়ার ভান করে তিনি লির দিকে এগিয়ে যান, এরপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করেন। সূত্র: বিডি নিউজ

শান্তি বা আলুর চিপস: ২০২৪ সালকে ঘিরে গাজার মানুষদের ছোট-বড় স্বপ্ন
“দুনিয়ার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন: এই যুদ্ধ যদি শেষও হয়, তারপরে আমরা কী করব? আমরা কীভাবে বাঁচব? আমরা কি খোলা প্রান্তরে ঠান্ডায় জমে মারা যাব? আমাদের ঘরবাড়ি কারা আবার বানিয়ে দেবে?”

আল-আকসা মার্টারস হসপিটালের কাছে গড়ে উঠা দের এল-বালাহ ক্যাম্পে বাচ্চারা ছুটোছুটি করে বেড়ায়, জিনিসপত্র ধার নেয়, খবর আনা-নেওয়া করে কিংবা খেলার সাথী খোঁজে।আল জাজিরা এই ক্যাম্পের কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে। গাজায় চলমান ইসরায়েলি হামলার মাঝে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে ২০২৪ সালকে ঘিরে তাদের আশা ও আশঙ্কার কথা।আইদা এল-শৌলি, ২৯, জাবালিয়া-আইদা এল-শৌলি এবং তার পরিবারের কোনো তাঁবু নেই। তার পরিবর্তে তারা চারটি খুঁটির সঙ্গে কাপড় টানিয়ে কোনোরকমে একটি অস্থায়ী আবাস গড়ে তুলেছেন। তাদের আপাতত এভাবেই বাস করতে হবে।আইদা মাটিতে বসে আটা গোলাচ্ছিলেন, সন্তানদের জন্য রুটি বানাবেন। দুই ছেলে এবং এক মেয়ে তাকে ঘিরে বসেছিল। সঙ্গে তাদের সবচেয়ে ছোট বোন, মাত্র ছয় সপ্তাহ বয়স তার। আইদা নুসেইরাতে জাতিসংঘ ত্রাণ এবং পুনর্বাসন সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালতি একটি স্কুলে এই সন্তানের জন্ম দিয়েছিলেন। পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে এসে স্কুলটিতে আশ্রয় নিতে হয়েছিল আইদাকে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।