আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

ইমরান খানের দল ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গতকাল রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দিলেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ইমরান খান কারাবন্দী। সাজার কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য। এ কারণে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান। তবে পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সূত্র: প্রথম আলো

ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার সঙ্গে লড়ছে গাজা
যুদ্ধের শততম দিন আজ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল-হামাস সংঘাত তথা ইসরায়েলি হামলা শুরুর শততম দিন আজ রবিবার। এই যুদ্ধ এরই মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাত হয়ে দাঁড়িয়েছে। গতকাল শনিবারও ইসরায়েলের হামলা ও রক্তপাত অব্যাহত ছিল। রক্ত ঝরেছে ফিলিস্তিনি অধ্যুষিত আরেক বড় ভূখণ্ড পশ্চিম তীরেও।
শুক্রবার রাতে গাজার উত্তর থেকে দক্ষিণ বরাবর লম্বালম্বি এলাকাজুড়ে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারা দক্ষিণের শহর খান ইউনিসে ‘সন্ত্রাসীদের’ নির্মূল করার দাবি করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরেও তিন ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে। ওই তিন ব্যক্তি ইসরায়েলি বসতি আদোরাতে অনুপ্রবেশ করেছিল বলে জানানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

ইসরায়েলের জাহাজে হামলা বন্ধ হবে না, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত যে কোনো জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পরও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা বন্ধ হবে না। গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি শহরে হুতিদের বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিমানবন্দর, নৌঘাঁটিসহ হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হুতিদের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিডি প্রতিদিন্

Nagad

জেদ্দা থেকে মক্কায় হাজিদের বহন করবে উড়ন্ত ট্যাক্সি

হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। মুসলিমদের যাতায়াত সহজ করার জন্য বিমান পরিষেবা চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার। এই উড়ন্ত ট্যাক্সি জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহন করবে। খবর গালফ নিউজের-উড়ন্ত ট্যাক্সির পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইনস সাউদিয়া। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি।সাউদিয়া গ্রুপের করপোরেট কমিউনিকেশনের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে।তবে ঠিক কবে থেকে এ পরিষেবা চালু হবে তা নিশ্চিত করে কিছু জানা যায়নি। সূত্র: সমকাল

মধ্যপ্রাচ্য নিয়ে জাতিসংঘে তুমুল উত্তেজনা

মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে নতুন সংকট। অঞ্চলটি জুড়ে একটি বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে লোহিত সাগরের জাহাজে পরপর কিছু হামলা চালায় ইয়েমেনের হুথি গোষ্ঠী। এর জবাবে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে পালটা আক্রমণ শুরু করেছে ব্রিটেন-যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি অনিবার্য হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘেও শুরু হয়েছে উত্তেজনা। ফিলিস্তিনের গাজা ইস্যুসহ অঞ্চলটির সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে প্রথমে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি, এরপর লোহিত সাগরে পরিস্থিতি নিয়ে ত্রমবর্ধমান সংঘাতের পক্ষে-বিপক্ষে চলে তুমুল তর্ক-বিতর্ক। ইউএন নিউজ।বৈঠকে অংশ নেওয়া রাষ্ট্রদূতদের উদ্দেশে জাতিসংঘের ত্রাণপ্রধান বলেন, ‘ছিটমহল থেকে পালাতে বাধ্য করা যে কোনো গাজাবাসীকে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।’ এদিন গাজায় পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিকবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। বৈঠকে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘গাজা থেকে বাস্তুচ্যুত যে কোনো মানুষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্যই তাদের নিজ অঞ্চলে ফিরে আসতে দিতে হবে।’ এ বিষয়ে পালটা যুক্তি দিয়ে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘অঞ্চলটিতে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতি নেই। গাজার জনসংখ্যাকে বাস্তুচ্যুত করার ইচ্ছা ইসরাইলের নেই।’ সূত্র: যুগান্তর

মোদির বিরুদ্ধে ইনডিয়ার খাড়গে

দীর্ঘ আলোচনা ও তর্কবিতর্কের পর ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া) প্রধান বা চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গতকাল শনিবার এই খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও ছিলেন এই তালিকায়। আলোচনায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে গতকাল নিতিশ কুমার নিজেই বলেন, ইনডিয়া জোটের সভাপতি পদে কংগ্রেসের কারও থাকা উচিত। তার মানে আসন্ন নির্বাচনে বিজেপির নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধীদের আনুষ্ঠানিক নেতা হলেন খাড়গে।
এনডিটিভি বলছে, জোটের বৈঠকে সভাপতি হিসেবে খাড়গেকেই মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। চলতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে তিনিই ইনডিয়াকে নেতৃত্ব দেবেন। সূত্র: দেশ রুপান্তর

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুথিদের হামলার প্রভাব
উপকরণ সংকটে টেসলা ও গিলির উৎপাদন ব্যাহত

লোহিত সাগরের সংঘাত এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের বৈশ্বিক সরবরাহ চেইনে। প্রভাব এড়ায়নি গাড়ি খাতও। চলমান সংঘাতের কারণে উপকরণ সংকটে এবার উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ও গিলি। খবর নিক্কেই এশিয়া। ইলোন মাস্কের মালিকানাধীন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা ও চীনা কোম্পানি গিলির ভলভো কার সম্প্রতি জানিয়েছে, প্রয়োজনীয় কাঁচামাল সংকটের কারণে ইউরোপের কিছু কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে প্রতিষ্ঠান দুটি।যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে হুথি বিদ্রোহীদের ওপর গত সপ্তাহে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীটি আন্তর্জাতিক শিপিংয়ের ওপর হামলা করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুটকে ক্ষতিগ্রস্ত করেছে। উদ্বেগ বৃদ্ধির কারণে চলতি সপ্তাহে কনটেইনার শিপিংয়ের ভাড়া আরো বেড়েছে। জামাকাপড় থেকে ফোন ও গাড়ির ব্যাটারি বহনকারী জাহাজকে প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় পার করতে হচ্ছে। এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াতে দ্রুততম রুট সুয়েজ খাল এড়িয়ে যাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো। সূত্র: বণিক বার্তা।

বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
জেসিন্ডা ও ক্লার্কের মধ্যকার সম্পর্ক প্রায় এক দশকের পুরনো। তাদের নেভে নামের পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

নিউজিল্যান্ডের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিয়ে করেছেন। রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার দূরে নর্থ আইল্যান্ডে অনেকটা ছোট পরিসরে বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জেসিন্ডার বর তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড। বিয়েতে জেসিন্ডা কয়েক ডজন অতিথির সামনে পাঁচ মিনিটের একটি বক্তব্যও দেন। ২০২২ সালেই এই যুগলের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তবে সেই সময়ে সরকারের আরোপিত করোনার বিধি-নিষেধের জন্য সেটি করা সম্ভব হয়নি। বিয়েতে জেসিন্ডা পরেছিলেন সাদা রঙের একটি আইভোরি ড্রেস। যার ডিজাইনার সাবেক এই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইয়েমেনে এবার টমাহক ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন ও বা র্তা সংস্থা রয়টার্স কারও নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে। হামলার জন্য রাজধানী সানাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে- হুথিদের টিভি চ্যানেল আল মাসিরাহ্ শনিবার ভোরে এমন খবর প্রকাশের কয়েক মিনিট পরেই নতুন হামলার খবর আসলো।একজন কর্মকর্তা এনবিসিকে বলেছেন, লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলাটি করা হয়েছে।অন্যদিকে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছিলো যেটি সমুদ্রসীমায় জাহাজ পরিবহনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিলো।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে হুথিদের ত্রিশটির মতো অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর একদিন পরেই আবার নতুন করে হামলা চালানো হলো। হুথি বিদ্রোহীরা প্রথম হামলার পরেই পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছিলো।প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করে বলেছেন হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্য পরিবহনে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র যথাযথ জবাব দেবে। সূত্র: বিবিসি বাংলা।

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৩
প্রশান্ত মহাসাগর সীমান্তে কলম্বিয়ার ঘন জঙ্গলে ঢাকা চোকো প্রদেশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভারি বৃষ্টি হচ্ছে।
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৩ জন নিহত ও ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ধসে পড়া কাদামাটির নিচে আরও কয়েকজন আটকে আছে বলেও আশঙ্কা তাদের।তারা বলেন, শুক্রবার থেকে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভারি বৃষ্টিপাতে মেদেলিন ও কিউবিদো শহরকে সংযুক্তকারী মহাসড়কের কয়েক জায়গায় ভূমিধস হয় এবং বহু মানুষ আটকে পড়ে। মহাসড়কে আটকে পড়া লোকজন গাড়ি ছেড়ে কাছের একটি কমিউনিটি হাউজে আশ্রয় নেয়। সূত্র: বিডি নিউজ