যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলি, নিহত ৭
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট এলাকায় বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। তাদের হত্যা করার পর হ্যান্ডগানের গুলিতে আত্মহত্যা করেন বন্দুকধারী ব্যক্তিও। জোলিয়েটের পুলিশ বলেছে, ওই সন্দেহভাজন হলেন ২৩ বছর বয়সী রোমিও ন্যান্স। তিনি টেক্সাসের নাটালিয়ার কাছে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মুখোমুখি হয়ে আত্মহত্যা করেন।
গুলিতে নিহতদের সাতজনকে সোমবার পাশাপাশি দুটি বাড়িতে পায় পুলিশ। অষ্টম ব্যক্তির মরদেহ পাওয়া যায় রোববার। খবর বিবিসির।


এক সংবাদ বিবৃতিতে জোলিয়েট পুলিশ বিভাগকে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনের লাশ ২২১২ ওয়েস্ট একর রোডের একটি ভবনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। আর বাকি দুজনের লাশ একই সড়কের আরেকটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে। দুটি গুলির ঘটনাই স্থানীয় সময় ২১ জানুয়ারি ঘটেছে।
মার্কিন পুলিশ বলছে, তদন্ত শুরুর পর দ্রুতই রোমিও ন্যান্সিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। ২১ তারিখের দুটি ঘটনা ছাড়াও তিনি উইল কাউন্টি শেরিফ অফিসের পাশে আরেকজনকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থা মার্শালের সদস্যরা টেক্সাসের নাটালিয়া এলাকায় তার খোঁজ পান। এ সময় তাকে ধাওয়া করা হলে টেক্সাসের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সদস্যদের সঙ্গে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে নিজের হ্যান্ডগান দিয়ে আত্মহত্যা করেন রোমিও ন্যান্সি।
যুক্তরাষ্ট্রে প্রায় সময় এমন গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান। এই ধরনের ঘটনা রোধে হিমশিম খাচ্ছে দেশটি। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন সপ্তাহে বন্দুক হামলার শিকার হয়ে ৮৭৫ জনের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের শনাক্তকরণ এবং মৃত্যুর ধরন নির্ধারণের কাজটি করবে উইল কাউন্টি করোনার’স অফিস।
এর আগে জোলিয়েট পুলিশের প্রধান বিল ইভানস এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সোমবার স্থানীয় সময় ১২টা ৪ মিনিটে খবর পায়, গুলিতে নিহত বেশ কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। ওয়েস্ট একরস রোডে কর্মকর্তা এসে সাতটি মরদেহ দেখতে পান। একটি বাড়িতে পাঁচজনের মরদেহ পাওয়া যায়, আরেকটিতে দুজনের।