ঢাকায় কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এলাকা থেকে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তারের পর তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি কোকেন পাওয়া যায়।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
প্রসঙ্গত- এর আগে ২০২৩ সালের জুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো থেকে ঢাকায় আসা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে দেড় কেজি কোকেন জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।