আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

পুতিনের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন নাভালনি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি গতকাল শুক্রবার রুশ কারাগারে মারা গেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাভালনি গত এক দশকে পুতিনের শাসনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছিলেন। রুশ কারা কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুর খবর জানিয়েছে। মাত্র ৪৭ বছর বয়সেই তিনি চলে গেলেন। তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। বলা হয়েছে, হেঁটে আসার পর তিনি ভালো বোধ করছিলেন না। তিনি জ্ঞান হারান। চিকিৎসকেরা আর তাঁর সংজ্ঞা ফেরাতে পারেননি। জরুরি চিকিৎসকেরা কারাবন্দী নাভালনির মৃত্যুর খবর নিশ্চিত করেন। নাভালনি মূলত পরিচিত ছিলেন পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। তিনি রুশ প্রেসিডেন্ট ও তাঁর সরকারের কট্টর সমালোচক ছিলেন। তিনি রাজনৈতিক পরিবর্তনপ্রত্যাশী ছিলেন। নাভালনির নিজের বিশাল রাজনৈতিক নেটওয়ার্ক ছিল। তিনি রাশিয়ার রাজপথে ব্যাপক বিক্ষোভ করতে সমর্থ হয়েছিলেন। সূত্র: প্রথম আলো

হামাসকে সংলাপের আমন্ত্রণ মস্কোর

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলার মধ্যেই এবার হামাসকে মস্কোতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া সরকার। সেই সঙ্গে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহসহ অন্য সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে মস্কো। গাজায় ইসরায়েলের হামলা ও মধ্যপ্রাচ্যের অন্য ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে তাদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের বরাতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানায়, ২৯ ফেব্রুয়ারি থেকে মস্কোতে আন্ত ফিলিস্তিনি আলোচনার জন্য এক ডজন ফিলিস্তিনের দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।
বোগদানোভ বলেছেন, আমরা সব ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারীকে আমন্ত্রণ জানিয়েছি। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে যে ফিলিস্তিনি রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হলের বোগদানোভ। মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড়দের সঙ্গে বহু বছর ধরেই সদ্ভাব ধরে রাখার চেষ্টা করে আসছে রাশিয়া। সূত্র: কালেল কণ্ঠ

পুতিনের ‘ভয়ঙ্কর’ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান নাভালনির স্ত্রীর

আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তার স্বামীর মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে ‘বিচারের আওতায় আনা হবে’। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ‘ তারা আমাদের দেশের সাথে, আমার পরিবারের সাথে এবং আমার স্বামীর সাথে যা করেছে তার জন্য তাদের শাস্তি পেতে হবে। এ সময় তিনি বলেন, তার স্বামীর মৃত্যুর সম্পর্কে নিশ্চিত তথ্য তার কাছে নেই। তিনি বলেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এই দিনটি শীঘ্রই আসবে।সিএনএনের খবরে বলা হয়েছে, অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া শুক্রবার তার স্বামীর মৃত্যুর পর পুতিনের ‘ভয়ংকর’ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি এটা নিয়ে (স্বামীর মৃত্যু নিয়ে) বেশ কিছুক্ষণ ভেবেছি। আমি ভাবলাম, আমি কি আপনাদের সামনে দাঁড়াব, নাকি আমি আমার সন্তানদের কাছে ফিরে যাব? তারপর আমি ভাবলাম, ‘আমার জায়গায় অ্যালেক্সি হলে কী করত? আমি নিশ্চিত যে তিনি এই মঞ্চে দাঁড়াতেন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ভারতকে পর্যটক দেখাচ্ছে মালদ্বীপ

মুঠো থেকে ফসকে যাওয়ার পর মালদ্বীপকে প্রথম বিপদে ভারত ফেলেছিল তা হলো-পর্যটক। চীনপন্থি নতুন সরকারকে শায়েস্তা করতে মালদ্বীপের পর্যটন রাজস্ব টার্গেট করেছিল ভারতের পর্যটন প্রতিষ্ঠানগুলো। ‘মালদ্বীপ বয়কট’ স্লোগানে মুখে ফেনা তুলছিল ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমও। পর্যটননির্ভর মালদ্বীপের অর্থনৈতিক মেরুদণ্ডকে ধূলিসাৎ করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেয় গোটা ভারত। এবার তারই পালটা জবাব দিল মালদ্বীপ। বন্ধু দেশ চীন থেকে লাখ লাখ পর্যটক এনে ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। এপি, ট্রাভেল অ্যান্ড ট্যুর। বুধবার চীনের ফুজিয়ান প্রদেশ থেকে পর্যটক আগমন বাড়ানোর লক্ষ্যে বিশেষ আয়োজন করে মুইজ্জু প্রশাসন। দুদিনের এই অনুষ্ঠানে এতে চীনা রাষ্ট্রদূতসহ ফুজিয়ান প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মালদ্বীপের পর্যটনমন্ত্রী উপস্থিত ছিলেন। উভয় দেশের ট্যুর অপারেটরসহ স্টেকহোল্ডারদের একত্রিত করাই ছিল এর মূল লক্ষ্য। ভারতের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই গত মাসে চীনে ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেন প্রেসিডেন্ট মুইজ্জু। সে সময় বেইজিংকে দ্বীপ রাষ্ট্রটির ‘ঘনিষ্ঠ মিত্র’ বলে আখ্যা দেন তিনি। একইসঙ্গে দেশটিতে চীনা পর্যটক বাড়াতে প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের প্রতি জানান আহ্বান।
মুইজ্জুর ওই সফরে উভয় দেশের চারটি ট্যুর অপারেটর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তিগুলোর একটি ছিল চীনের ফুজিয়ান প্রদেশ থেকে মালদ্বীপে আসা পর্যটকদের সংখ্যা বাড়ানো। এ লক্ষ্যে এরই মধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছে দুদেশ। এ লক্ষ্যে জিয়ামেন এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটে ২৩০ জন পর্যটক মালদ্বীপে পৌঁছান। বৃহস্পতিবার শেষ হয় দুদেশের কালচারাল অ্যান্ড ট্যুরিজম প্রমোশন ইভেন্ট । সূত্র: যুগান্তর

নীরবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জীবনমান উন্নত হওয়ায় গ্রাম পর্যায়ে বেড়েছে টুথপেস্টের ব্যবহার। সাবানের জায়গা দখল করেছে লিকুইড হ্যান্ডওয়াশ। ভালোর জন্য এসব ব্যবহার করে হিতে বিপরীত হচ্ছে মানুষের। হ্যান্ডওয়াশের মাধ্যমে শরীরে রোগ বাসা বাঁধছে। টুথপেস্টও ডেকে আনছে নানা ঘাতক ব্যাধি। গবেষকরা সতর্ক করে বলছেন, ক্ষতিকর রাসায়নিকের টুথপেস্ট ও হ্যান্ডওয়াশ দীর্ঘদিন ব্যবহারে হতে পারে ক্যান্সার, বন্ধ্যত্বের মতো রোগ। অথচ ভোক্তা পর্যায়ে এসব টুথপেস্ট ও হ্যান্ডওয়াশের নিয়ন্ত্রণহীন ব্যবসা চলছে। নামি থেকে ছোট কোম্পানির পণ্যেরও নিয়মিত হয় না মান পরীক্ষা। নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানও নির্বিকার। নিত্যপণ্য দুটি উৎপাদনে জড়িত একটি চক্র, যারা নামি কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারে ছাড়ছে। মাঝেমধ্যে এসব ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান হলেও নেওয়া হয় না শক্ত পদক্ষেপ। ফলে নিত্যব্যবহার্য সামগ্রীতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ক্রমশ বাড়ছে, যা বড় হুমকি হয়ে উঠেছে জনস্বাস্থ্যের জন্য। বেসরকারি সংস্থা এসডোর গবেষণায় বাংলাদেশের স্থানীয় মার্কেট থেকে সংগ্রহ করা টুথপেস্ট ও হ্যান্ডওয়াশের নমুনায় উদ্বেগজনক মাত্রায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্যারাবেন, সোডিয়াম ও ডাইক্লোরাইডের উপস্থিতি মিলেছে। প্যারাবেন মানবদেহের হরমোন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাহত করে। সোডিয়াম-ডাইক্লোরাইড উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনির জটিলতা তৈরি করে। দীর্ঘমেয়াদে এসব পণ্য ব্যবহারে নীরবে বাড়ে স্বাস্থ্যঝুঁকি। সূত্র: সমকাল

এক বছরে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই মারা গেছেন ফিলিস্তিন যুদ্ধে— সিপিজে

২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত ৯৯ জন সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এ তথ্য জানিয়েছে। এদের মধ্যে তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি সাংবাদিকও রয়েছেন। স্বল্প সময়ের ব্যবধানে শুধু সাংবাদিকদেরই নয়, গাজায় অনেক সাংবাদিকের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছে। সিপিজের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, একটি দেশে সারা বছর যতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধের তিন মাসে তার চেয়েও অধিক সাংবাদিক মারা গেছেন। সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোদি গিন্সবার্গ বলেছেন, গাজায় সাংবাদিকরা সম্মুখ সারিতে ছিলেন। তিনি বলেন, এ যুদ্ধে ফিলিস্তিনের সাংবাদিকদের যে অপরিসীম ক্ষতি হয়েছে, তাতে এ অঞ্চল ও তার বাইরে সাংবাদিকতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। একজন সাংবাদিককে হত্যা বিশ্বকে বোঝার নতুন ইঙ্গিত বহন করে। সূত্র: বণিক বার্তা ।

২৫ মিলিয়ন ডলার কর দাবি করে ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার অভিযোগ কংগ্রেসের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস শুক্রবার জানিয়েছে, বিরোধের কারণে ২.১ বিলিয়ন রুপি (২৫.৩ মিলিয়ন ডলার) আয়কর দাবি করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত (ফ্রিজ) করা হয়েছে। কংগ্রেস এই পদক্ষেপকে ‘ভারতের গণতন্ত্রের ওপর জঘন্য আঘাত’ বলে অভিহিত করেছে।তারা বলেছে, একটি আয়কর ট্রাইব্যুনাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসকে আংশিকভাবে তার অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিয়েছে। বিষয়টি এখনও বিচারাধীন।কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন সাংবাদিকদের বলেন, কংগ্রেস আয়কর বিভাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কারণ তারা ব্যাংকগুলোকে দলের অ্যাকাউন্টের তহবিল বাজেয়াপ্ত (ফ্রিজ) করতে বলেছে।তিনি বলেন, ‘দুদিন আগে আমরা খবর পাই যে আমাদের দেওয়া চেকগুলো দিয়ে ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। আমাদের কাছে বিদ্যুতের বিল পরিশোধ করার, কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা নেই।’মাকেন বলেন, জব্দ করা অ্যাকাউন্টগুলোর মধ্যে কংগ্রেসের সাংসদ ও বিধায়কেরা তাদের ভাতার যে অংশ দলীয় তহবিলে দিতেন তা রাখা হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বন্দি বুশরা বিবির খাবারে অ্যাসিড মেশানোর অভিযোগ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে তিনি ইমরান খানের বানিগালা বাসভবনে কারারুদ্ধ আছেন।তোশাখানা মামলায় ইমরান খানের সঙ্গে তিনিও দণ্ডপ্রাপ্ত হলে তাদের বাড়িটিকে সাবজেল ঘোষণা করে বুশরাকে সেখানে আটক রাখা হয়।
বুশরা বিবির মুখপাত্র এবং একজন পিটিআই আইনজীবী মাশাল ইউসুফজাই বুশরা বিবির স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট শেয়ার করেছেন।ইউসুফজাইয়ের পোস্টে বলা হয়েছে, বুশরা বিবি তাকে জানিয়েছেন তার খাবারে অ্যাসিড জাতীয় ক্ষতিকারক পদার্থ দেওয়া হয়েছিল। যার ফলে গত পাঁচ দিন ধরে বুশরা পাকস্থলির তীব্র ব্যথা নিয়ে কাতরাচ্ছেন।ইউসুফজাই বুশরা বিবির স্বাস্থ্যের বিষয়ে বর্ণনায় বলেন, তার পেটে যন্ত্রণা হচ্ছে, তার মুখে এবং গলায় ঘা হয়েছে। চা বা পানিতে ডুবিয়ে শুকনো টোস্ট ছাড়া অন্য কিছু খেতে পারছেন না। বুশরা বিবির জীবন গুরুতর হুমকির মধ্যে রয়েছে এবং জরুরিভাবে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। সূত্র: বাংলানিউজ

ভারতে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সমালোচনার মুখে আবার মুক্ত

কংগ্রেস নেতাদের অভিযোগ, নির্বাচনি বণ্ড বাতিল হওয়ার পরই ভারতীয় জনতা পার্টি ক্ষেপে উঠেছে। সেকারণে বিরোধী দলকে নিশানা করেছে মোদী সরকার। ভারতের কংগ্রেস পার্টি গুরুতর অভিযোগ করেছে আয়কর বিভাগের বিরুদ্ধে। দিল্লিতে দলের জাতীয় মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করেন, কংগ্রেসের চারটি গুরুত্বপূর্ণ ব্যাংক একাউন্ট জব্দ করে দিয়েছে আয়কর দপ্তর। একাধিক চেক ফেরত আসায় বৃহস্পতিবার দল বিষয়টি জানতে পেরেছে।মাকেন অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসকে বিপাকে ফেলতে আয়কর দফতর এই পদক্ষেপ নিয়েছে।কেন আয়কর দফতর এমন পদক্ষেপ নিয়েছে সে প্রশ্নে কংগ্রেস মুখপাত্রের দাবি, আয়কর দপ্তরের বক্তব্য, কংগ্রেসের কাছে ২১০ কোটি রূপি আয়কর প্রাপ্য। সেই অর্থ পরিশোধ না করাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নজিরবিহীন।মাকেনের বক্তব্য, আয়কর দপ্তরের দাবি নিয়ে তারা আইনি পথে লড়ছিলেন। হঠাৎ বিনা নোটিশে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা হয়। ব্যাংক হিসাব জব্দ করা হয় যুব কংগ্রেসেরও।
কংগ্রেস নেতাদের অভিযোগ, ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনি বণ্ড বাতিল হওয়ার পরই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষেপে উঠেছে। সেকারণে বিরোধী দলকে নিশানা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সূত্র: বিডি নিউজ

 

রাশিয়ায় বিরোধী নেতার মৃত্যু, পুতিনকে দায়ী করলেন জেলেনস্কি

রাশিয়ায় বিরোধী নেতা নাভালনি কারাবন্দি অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎ তার মৃত্যুর খবর আসে। এরপর পশ্চিমা দেশগুলো পুতিনের দিকে অভিযোগ তুলে বিবৃতি দিতে শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। এজন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জেলেনস্কি বলেন, নাভালনিকে পুতিনই হত্যা করেছেন। নাভালনির মতো আরও হাজার হাজার মানুষকে পুতিন নির্যাতন করছেন বলেও অভিযোগ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।এর আগে প্রিজন সার্ভিসের বরাত দিয়ে রুশ গণমাধ্যমে বলা হয়, কারাগারে হাঁটাহাঁটির সময়ে নাভালনি অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান। এসময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। ঘটনার পরপরই চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।নাভালনি মস্কো থেকে প্রায় এক হাজার নয়শ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে ছিলেন। সূত্র: জাগো নিউজ