সেতু ভেঙে খালে বরযাত্রীবাহী গাড়ি, নিহত ১০
বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন – দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা সেতুতে উঠলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

