চট্টগ্রামে তিন থানায় ওসি পদে রদবদল, পটিয়ায় দায়িত্ব নিলেন নুরুজ্জামান

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

চট্টগ্রাম জেলার তিনটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। সম্প্রতি পটিয়ায় সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এ পরিবর্তন আনলো জেলা পুলিশ প্রশাসন।

সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে বদলি করে চন্দনাইশ থানায় পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার বর্তমান ওসি মো. নুরুজ্জামানকে বদলি করে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে পটিয়া থানায়।

সম্প্রতি চট্টগ্রামের পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে চন্দনাইশ থেকে বদলি হয়ে আসা ওসি মো. নুরুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত নুরুজ্জামানকে পটিয়ার মতো গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনআস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ প্রশাসন।

Nagad