আন্দোলনকারী ধ্বংসাত্মক কাজ করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

ফাইল ছবি

আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন-কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা কোনোভাবে ধ্বংসাত্মক কাজ, ভাঙচুর, রক্তপাত ও দুর্ভোগ সৃষ্টি করলে কেউ ছাড় পাবে না। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক। আন্দোলন না করে আদালতের ওপর ভরসা রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবারও উত্তাল ঢাকা। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্ত্রী আরও বলেন, যারা রাস্তায় তারা কোন সংগঠনের, তা আমাদের বিবেচ্য নয়। ছাত্রদের মধ্যে মতবিরোধ হয়, মারামারি হচ্ছে; সেটা আমরা দেখছি। কিন্তু পুলিশ ধৈর্য ধরে তা মোকাবেলা করছে। তারা অ্যাকশনে যায়নি।

Nagad

আসাদুজ্জামান খান বলেন– এক প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখ্পাত্র সংঘর্ষে ২ জন নিহতের কথা বলেছেন। এ খবর সত্য নয়। ঢিল ছোড়াছুড়িতে দুই-এক জন আহত হয়েছে।

যেসব এলাকায় অবরোধ চলমান

রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা-বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা নগরী। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।