আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক

কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজার সংবাদদাতা:
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

কক্সবাজারের কলাতলীর একটি রিসোর্টে “রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়” শীর্ষক আলোচনা সভা থেকে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টায় এই অভিযান চালানো হয়। কক্সবাজার মডেল থানায় নিয়ে যাওয়া আটক ইউপি সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাইসস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের। এছাড়া, আতাউল্লাহ খান নামে এক রাজনৈতিক ব্যক্তিও সভায় থাকার কথা ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইজুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, আওয়ামী লীগপন্থী ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, এই বৈঠকে প্রায় ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তবে আটককৃতদের মধ্যে মামলা থাকা ইউপি সদস্যদের আটক করা হয়েছে, আর বাকিদের ছেড়ে দেওয়া হয় বলেও জানায় কক্সবাজার মডেল থানার ওসি।

অপরদিকে, উপস্থিত ইউপি সদস্যরা এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, এটি ছিল একটি খোলামেলা আলোচনা সভা এবং কোনো গোপন বৈঠক নয়। আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, “আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কীভাবে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ করেই পুলিশ এসে আমাদের অপমানজনক ভাষায় গালিগালাজ করে আটক করে।”

পুলিশের এই অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হোটেলের আশেপাশের পর্যটকরা ভীত হয়ে হোটেল ত্যাগ করেন।

Nagad