পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ২৯ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ সংবাদদাতা:কিশোরগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে মসজিদের দশটি দানবাক্স খোলার পর এই বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা এবং সোনার অলঙ্কার পাওয়া যায়।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, তিন মাস ১৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে। ব্যাংক কর্মকর্তা, মাদরাসার ছাত্র এবং অন্যান্য সহায়তাকারীসহ প্রায় ৪০০ জনের একটি দল গণনার কাজ করছে।

এর আগে, গত আগস্টে একই মসজিদের দানবাক্স থেকে ৭ কোটি ২২ লাখ টাকা পাওয়া গিয়েছিল।

পাগলা মসজিদের দান থেকে পাওয়া অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়। মসজিদ কমিটির পরিকল্পনায় দ্রুতই ১১৫ কোটি টাকার ব্যয়ে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।