পোল্ট্রি খামারিদের স্বার্থে ১০ দফা দাবি, ১ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধের হুমকি
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে সারাদেশে প্রান্তিক খামারগুলোতে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (১৫ ডিসেম্বর) বিপিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা করপোরেট কোম্পানির আধিপত্য এবং সিন্ডিকেটের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে। সরকারকে বারবার আহ্বান জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত ব্যবস্থা না নিলে পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে।
তিনি আরও বলেন, পোল্ট্রি খাত প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তবে বর্তমান সংকট খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিপিএ’র ১০ দফা দাবি
করপোরেট কোম্পানিগুলোকে শুধুমাত্র ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখতে হবে।
বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে।
ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ করতে হবে।
প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দিতে হবে।
ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা ব্যবস্থা করতে হবে।
প্রান্তিক খামারিদের জন্য আলাদা বাজার সুবিধা তৈরি করতে হবে।
সরকারি নীতিমালার মাধ্যমে করপোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে।
চুক্তিভিত্তিক ফার্মিং বন্ধ করতে হবে।
প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শের ব্যবস্থা করতে হবে।
বিপিএর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে দেশের সব জেলা ও উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি শুরু হবে।
এদিকে, বাজার স্থিতিশীল থাকা অবস্থায় এসব দাবি তোলাকে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।