ইনু ৪ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার সালমান আতিকসহ ৬ নেতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে, নতুন একটি মামলায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতা, সালমান এফ রহমান, আতিকুল ইসলাম, মনোয়ার ইসলাম রবিন, শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং এবিএম ফজলে করীম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করা হলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

জানা গেছে, গুলশান থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নতুন মামলায়, আওয়ামী লীগের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর এবং উত্তরা পশ্চিম থানায় একাধিক হত্যা মামলায় অভিযোগ রয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়।