রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যা নগরবাসীর দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বাসাবাড়ি থেকে শুরু করে পাম্পগুলোর কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

শীত মৌসুম এলেই মিরপুর, বাসাবো, রামপুরা, খিলগাঁও, বনশ্রী, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। অনেক এলাকায় গ্যাস ভোর বা গভীর রাতে আসে, যা স্থায়ী হয় মাত্র এক ঘণ্টার মতো। ফলে বাসিন্দারা বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।

ভাসানটেক এলাকার এক বাসিন্দা জানান, দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় পরিবারের জন্য খাবার প্রস্তুত করা কঠিন হয়ে পড়েছে। গ্যাসের অভাবে অলিগলির দোকান থেকে খাবার কিনতে হচ্ছে, যা তাদের টানাটানির সংসারে বাড়তি বিড়ম্বনা তৈরি করছে।

গ্যাস সংকটের কারণে শুধু বাসাবাড়িতে নয়, পাম্পগুলোতেও গ্যাসের চাপ কমে যাওয়ায় চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে তাদের উপার্জন কমে গেছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চলায় গ্যাস সরবরাহে এই সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শীতকালে গ্যাসের চাপ কম থাকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে এই সংকট আরও প্রকট হতে পারে। তাই এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

Nagad