স্ত্রীর অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকার সঙ্গে লিভ-ইন করলেন কুমার শানু
বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন, প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করার সময় তার সঙ্গে লিভ-ইন করেছিলেন কুমার শানু। এমনকি ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীতা ভট্টাচার্যকে ডিভোর্স দেন তিনি।
কুমার শানুর ছেলে জান বিগ বসের এক পর্বে তার বাবার সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “আমার মা-ই আমাকে বড় করেছেন। ছয় মাসের গর্ভাবস্থায় থাকা অবস্থায় আমার বাবা-মা আলাদা হয়ে যান। আমি শুধুই মায়ের সান্নিধ্যে বড় হয়েছি।”


কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, কুমারের অনেক গার্লফ্রেন্ড ছিলেন এবং তখন তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছিলেন।
মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে সম্পর্কই কুমার শানুর প্রথম সংসার ভাঙার কারণ বলে জানা গেছে। মহেশ ভাটের সিনেমা ‘জুর্ম’-এর প্রিমিয়ার শোতে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকেই প্রেমের শুরু।
আশির দশকের মাঝামাঝি সময়ে কুমার শানু রীতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান রয়েছে—জেসি, জিকো এবং জান।
অভিনেত্রী কুনিকা জানান, কুমার শানুর সঙ্গে তার প্রেমের শুরু হয় এক আবেগপ্রবণ মুহূর্ত থেকে। স্ত্রী রীতার সঙ্গে সমস্যা চলাকালীন কুমার শানু একদিন হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। সেই সময়ে তাকে সামলাতে গিয়ে কুনিকা ভালোবেসে ফেলেন। এরপর তারা পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন।
গায়ক কুমার শানুর এই সম্পর্কের ঘটনা সামনে আসার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। তবে এ বিষয়ে কুমার শানু এখনও কোনো মন্তব্য করেননি।