ইকো ফেস্ট ২০২৫: এআইইউবিতে টেকসই উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আয়োজন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর অর্থনীতি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত ‘ইকো ফেস্ট ২০২৫’।
২০টি স্কুল ও কলেজ থেকে ২০০ জন শিক্ষার্থী এবং এআইইউবির ৩৫০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেন। আয়োজনটি বিভিন্ন প্রতিযোগিতা যেমন পোস্টার প্রেজেন্টেশন, কুইজ, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।


ইকো ফেস্ট ২০২৫-এর মূল প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নের জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ।”
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. আবদুর রহমান। তিনি তরুণদের উন্নয়ন ভাবনার প্রতি উৎসাহ প্রদানের ওপর জোর দেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি তার বক্তব্যে সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করার গুরুত্ব তুলে ধরে বলেন, “ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যত গড়তে যুবসমাজের উদ্ভাবনী চিন্তাধারা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইইউবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম। তিনি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অর্থনীতি বিভাগের প্রধান ড. ফারিয়া সুলতানা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে তরুণরা সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের চিন্তাধারা বিনিময় ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এআইইউবির শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।