লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানলের তাণ্ডব, রেড-ফ্ল্যাগ জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন একটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শহরের উত্তরাঞ্চলে শুরু হওয়া এই দাবানল দ্রুত বিস্তার লাভ করায় রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের বিস্তার ও সতর্কতা
বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানল, যা হিউজ ফায়ার নামে পরিচিত, ইতোমধ্যেই ৩৯ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে, তারা চরম মৃত্যুঝুঁকির মধ্যে আছেন।

দমকল বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং মার্কিন বন পরিষেবা। পাশাপাশি, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের ৭ লাখ একর বন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

পূর্বের দাবানলের চাপের মধ্যে নতুন সংকট
লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী ইতোমধ্যেই দুটি বড় দাবানল—ইটন ফায়ারসহ অন্য আরেকটি—নিয়ন্ত্রণে আনার পর নতুন এই আগুন তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হিউজ ফায়ার ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করেছে।

দমকল বাহিনীর প্রচেষ্টা
ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, ১,১০০ দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা দমকল কর্মীদের স্বস্তি দিতে পারে।

পরিস্থিতি নজরে রাখা হচ্ছে
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ৩১ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে, এবং আরও ২৩ হাজার মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Nagad

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি আরও বড় বিপদ ডেকে আনতে পারে।