বরিশালে টিসিবির ৬০ হাজার ফ্যামিলি কার্ড বাতিল: অনিয়মের অভিযোগ

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৬০ হাজার কার্ড বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে কার্ড গ্রহণ, নিয়ম ভঙ্গ, এবং এক পরিবারের একাধিক কার্ড পাওয়ার মতো অভিযোগের ভিত্তিতে এসব কার্ড বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে পুনর্বণ্টন করা হবে।

বরিশাল সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় বর্তমানে এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের কাছে ২ লিটার তেল, ২ কেজি ডাল, এবং ৫ কেজি চাল সরবরাহ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৯০০ টাকা হলেও টিসিবি তা মাত্র ৪৭০ টাকায় প্রদান করছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্বে রাজনৈতিক বিবেচনায় টিসিবির কার্ড প্রদান করা হতো। একই পরিবারের একাধিক সদস্য এসব কার্ড পেয়ে যেতেন, যা প্রকৃত দরিদ্রদের জন্য সেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেছিল।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল জানান, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল এবং নির্ধারিত শর্ত পূরণ করেনি। আমরা সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি, যা প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।’

Nagad

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই কার্ডগুলো বাতিল করা হয়েছে। বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে পুনরায় বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের নতুন কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

স্থানীয় জনগণ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন, প্রকৃত দরিদ্ররা এর মাধ্যমে উপকৃত হবেন।